ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উত্তরায় বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত 

মেডিকেল প্রতিবেদক  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৭, ২৯ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১০:৪০, ২৯ সেপ্টেম্বর ২০২৫
উত্তরায় বাসের ধাক্কায় কলেজছাত্র নিহত 

ঢাকার উত্তরায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোহাম্মদ আরমান মির্জা নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। 

সোমবার (২৯ সেপ্টেম্বর) ভোর রাত সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় আরমানকে প্রথমে পথচারীরা কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৬টার দিকে তিনি মারা যান।

নিহতের খালা নাজনীন আক্তার জানান, আরমান উত্তরা আব্দুল্লাহপুর নবাব হাবিবুল্লাহ কলেজ থেকে এইচএসসি পাস করেছে। গভীর রাতে মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি বাসের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আরমানের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার পূর্ব হাতিআলা গ্রামে। তার বাবার নাম আবু সুফিয়ান মির্জা। বর্তমানে তিনি উত্তরা এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।” 

ঢাকা/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়