ঢাকা     শনিবার   ০৮ নভেম্বর ২০২৫ ||  কার্তিক ২৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আয়নার মতো স্বচ্ছ ভোট করতে চাই: সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:০৬, ৬ অক্টোবর ২০২৫  
আয়নার মতো স্বচ্ছ ভোট করতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন

আয়নার মতো স্বচ্ছ নির্বচন করতে চান বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। এ জন্য তিনি সবার সহযোগিতা চেয়েছেন। 

সোমবার (৬ অক্টোবর) নির্বাচন ভবনে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

সিইসি জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই কমিশন বেশ কিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন করেছে। এরইমধ্যে ভোটার তালিকা হালনাগাদ করে ২১ লাখ মৃত ভোটার বাদ দেওয়া হয়েছে এবং ৪৩ লাখ নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছে। নারী-পুরুষ ভোটারের ব্যবধান ৩০ লাখ থেকে কমে এখন ১৮ লাখে নেমে এসেছে।

তিনি বলেন,“প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালট চালুর উদ্যোগ নিয়েছি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি চাকরিজীবী ও হাজতিদের ভোটাধিকার নিশ্চিত করতে কাজ করছি।”

গণমাধ্যমকে নির্বাচন কমিশনের ‘অংশীদার’ আখ্যা দিয়ে সিইসি বলেন, “ভুল তথ্য বা গুজব প্রতিরোধে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতা ছাড়া গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়।”

সভায় সভাপতিত্ব করেন ইসির ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজ। এতে উপস্থিত ছিলেন চার নির্বাচন কমিশনার, কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং গণমাধ্যম প্রতিনিধিরা।

ঢাকা/এএএম/ইভা

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়