ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১০, ১৩ অক্টোবর ২০২৫  
ঢামেক হাসপাতালে কয়েদির মৃত্যু

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়া শোয়াইবুর রহমান নামে ৫৪ বছর বয়সী এক কয়েদি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে মারা গেছেন।

সোমবার (১৩ অক্টোবর) রাত সোয়া ২টার দিকে অসুস্থ অবস্থায় কারারক্ষীরা তাকে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শোয়াইবুর রহমানের কয়েদি নম্বর ৭০১৭/এ। তিনি নবাবগঞ্জ উপজেলার শিবগঞ্জ থানার কানসাট মিলিক গ্রামের শমসের আলীর ছেলে।

শোয়াইবুর রহমানকে নিয়ে আসা কারারক্ষী মারুফ হাসান জানান, রাতের বেলায় তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মোহাম্মদ ফারুক বলেন, “ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।”

ঢাকা/বুলবুল/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়