পুরোপুরি নিভেছে বিমানবন্দরের আগুন
সংগৃহীত ছবি
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন পুরোপুরি নিভেছে।
রবিবার (১৯ অক্টোবর) বিকেলে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
তিনি বলেছেন, আগুন নির্বাপণে প্রায় ২৭ ঘণ্টা লেগেছে। আগুন নেভাতে দেরি হওয়ার প্রধান কারণ— কার্গো ভিলেজে অগ্নিসতর্কতার (ফায়ার ডিটেকশন অ্যান্ড প্রোটেকশন) ব্যবস্থা না থাকা। ভবনের ভেতরে অনেক ছোট ছোট কক্ষ (সংকীর্ণ স্টোর) থাকায় অগ্নিনির্বাপণ করা কঠিন হয়েছে। প্রচুর দাহ্য এবং হ্যাজার্ডাস (বিপজ্জনক) পদার্থ মজুত ছিল। স্টিলের কাঠামো হওয়ায় প্রচণ্ড তাপ শোষণ করেছে, পরে তাপ নির্গত করতে থাকে। দীর্ঘ সময় ধরে আগুন জ্বলতে থাকায় এবং অত্যধিক তাপমাত্রার কারণে ভবনটি কিছুটা ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। ভেতরে ফাটল দেখা গেছে। ভবন কর্তৃপক্ষকে ঝুঁকি নিরূপণের জন্য জরিপ করার পরামর্শ দেওয়া হয়েছে।
ফায়ার সার্ভিসের পরিচালক জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে ফায়ার সার্ভিসের দুজন সদস্য আহত হয়েছেন। আনসার বাহিনীর বেশ কয়েকজন সদস্যও আহত হয়েছেন। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত কমিটির রিপোর্টের পর জানা যাবে।
আগুন সম্পূর্ণ নিভে গেলেও দুর্ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে প্রস্তুত থাকবে বলে জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী।
ঢাকা/এমআর/রফিক