ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

‘ঢাকা লকডাউন’ ঘিরে অস্থিরতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৬, ১১ নভেম্বর ২০২৫   আপডেট: ১৩:৩৮, ১১ নভেম্বর ২০২৫
‘ঢাকা লকডাউন’ ঘিরে অস্থিরতার আশঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত ১৩ নভেম্বরের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে কোনো অস্থিরতার আশঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। ওই দিন ঢাকাসহ সারা দেশের পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক থাকবে বলেও তিনি জানান।

মঙ্গলবার (১১ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে  আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “১৩ নভেম্বরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছে। তারা মাঠে কঠোর অবস্থানে থাকবে। কোনো ধরনের বিশৃঙ্খলা বা সহিংসতা সহ্য করা হবে না। দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক থাকবে।”

তিনি আরো বলেন, “যদি কোথাও সন্দেহজনক কাউকে দেখা যায়, তাহলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর আহ্বান জানানো হয়েছে। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে।”

সরকার কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে ছাড় দেবে না হুঁশিয়ারি করে তিনি বলেন, “সন্ত্রাসীদের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। যারা আগুন-সন্ত্রাসে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অনেক সময় দেখা যায়, সন্ত্রাসীরা সহজে জামিন পেয়ে যায়। আমরা আদালত সংশ্লিষ্টদেরও অনুরোধ করব এমন অপরাধে অভিযুক্তদের সহজে যেন জামিন না দেওয়া হয়।” 

তিনি আরো বলেন, “আইনশৃঙ্খলা রক্ষায় জনগণের সহযোগিতা সবচেয়ে জরুরি। সরকারের একার পক্ষে সব জায়গায় নজরদারি সম্ভব নয়, তাই নাগরিক সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

ঢাকা/এএএম/ইভা 

সর্বশেষ

পাঠকপ্রিয়