ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেলের কাঠামো নির্ধারণ করবে: অর্থ উপদেষ্টা

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২১, ১২ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:২৭, ১২ নভেম্বর ২০২৫
অন্তর্বর্তী সরকার নতুন পে-স্কেলের কাঠামো নির্ধারণ করবে: অর্থ উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, অন্তর্বর্তী সরকার নতুন জাতীয় পে-স্কেলের একটি কাঠামো (ফ্রেমওয়ার্ক) চূড়ান্ত করে রেখে যাবে, যা পরবর্তী সরকার বাস্তবায়ন করবে।

বুধবার (১২ নভেম্বর) সচিবালয়ে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আরো পড়ুন:

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, পে কমিশনের কাজ অত্যন্ত জটিল ও সময়সাপেক্ষ। এটি সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করছে। সিভিল, সামরিক ও বিশেষায়িত তিনটি কমিশনের রিপোর্ট একসঙ্গে পর্যালোচনা করে সামঞ্জস্য আনা প্রয়োজন। এ প্রক্রিয়ায় প্রশাসনিক বিভিন্ন ধাপ রয়েছে। সচিব কমিটি, পররাষ্ট্র মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়সহ একাধিক সংস্থা বিষয়টি পরীক্ষা করবে। তাই, বর্তমান সরকারের মেয়াদের মধ্যে সব শেষ করা কিছুটা অনিশ্চিত।

তিনি আরো বলেন, আমরা চেষ্টা করছি অন্তত একটি পূর্ণাঙ্গ কাঠামো বা ফ্রেমওয়ার্ক তৈরি করে যেতে। পরবর্তী সরকার সেটি ভিত্তি হিসেবে নিয়ে সিদ্ধান্ত নিতে পারবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো অর্থের সংস্থান।

সরকারি কর্মচারীদের মধ্যে নতুন পে-স্কেল বাস্তবায়নে বিলম্ব নিয়ে ক্ষোভ সৃষ্টি হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, আট বছর ধরে কোনো পরিবর্তন হয়নি, আমরা নিজেরা উদ্যোগ নিয়েছি। তাই অসন্তোষের কারণ নেই, বরং ধৈর্য ধরতে হবে। আমরা চেষ্টা করছি যাতে ভবিষ্যৎ সরকার সহজেই এটি বাস্তবায়ন করতে পারে।

তিনি বলেন, তিনটি পৃথক রিপোর্টকে রিকনসাইল করতে সময় লাগবে। তাছাড়া, বাজেটের ভারসাম্য বজায় রাখাও বড় চ্যালেঞ্জ। পে-স্কেলের পাশাপাশি স্বাস্থ্য, শিক্ষা ও উন্নয়ন খাতেও যথাযথ বরাদ্দ রাখতে হবে।

জাতিসংঘের তিনটি সংস্থার সাম্প্রতিক প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে দেশের খাদ্য সংকট প্রসঙ্গে জানতে চাইলে ড. সালেহউদ্দিন বলেন, ওই প্রতিবেদনগুলো আন্তর্জাতিক মানদণ্ডে তৈরি, তবে বাংলাদেশে এমন ভয়াবহ পরিস্থিতি নেই। দক্ষিণ এশিয়ার অনেক দেশের তুলনায় আমরা ভালো অবস্থানে আছি।

তিনি আশা ব্যক্ত করেন, নতুন পে-স্কেলের কাঠামো তৈরি হলে আগামী সরকার সেটিকে গুরুত্বসহকারে বিবেচনা করবে এবং বাস্তবায়নের পথে এগিয়ে যাবে।

ঢাকা/এএএম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়