ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় মেলেনি

ঢামেক প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২৮, ২ জানুয়ারি ২০২৬  
উত্তরায় সড়ক দুর্ঘটনায় নিহত যুবকের পরিচয় মেলেনি

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ।

রাজধানীর উত্তরা পূর্ব হাউজ বিল্ডিংয়ের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা (৩০) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিনগত রাত ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

পুলিশ দুর্ঘটনার শিকার ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

উত্তরা পূর্ব থানার উপ পরিদর্শক (এসআই) হযরত আলী বলেন, “খবর পেয়ে উত্তরার হাউজ বিল্ডিংয়ের সামনে গিয়ে এক যুবককে রাস্তায় পড়ে থাকা অবস্থায় পাই। তাকে দ্রুত উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ঢাকা মেডিকেল জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে জানান।”

তিনি জানান, নিহত যুবকের পরিচয় জানা যায়নি। তথ্যপ্রযুক্তির মাধ্যমে তার পরিচয় জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

ঢাকা/বুলবুল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়