ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

নিজস্ব প্রতিবেদক, যশোর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২৪, ২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১১:৩২, ২ জানুয়ারি ২০২৬
আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

ফাইল ফটো

টানা দুইদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে যশোরে। শুক্রবার (২ জানুয়ারি) সকালে এ জেলায় দেশের সর্বনিম্ন ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। যা বৃহস্পতিবার ছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

এদিকে, তীব্র শীতের কারণে রীতিমতো জবুথুবু অবস্থা প্রাণীকূলের। রাতভর হাড়কাঁপানো শীতের পর সকাল থেকে আরো বেশি ঠান্ডায় কাবু মানুষ। হিমেল হাওয়া আর ঘন কুয়াশায় সকালে শীতের তীব্রতা ছিল বেশি। 

আরো পড়ুন:

আজ সকালে কাজে বের হয়ে প্রচণ্ড শীতে বিপাকে পড়েন শ্রমজীবী মানুষ। গ্রামাঞ্চলে ঠান্ডার প্রকোপ আরো বেশি। শীত থেকে রেহাই পেতে অনেককে আগুন জ্বালিয়ে তাপ পোহাতে দেখা গেছে। 

যশোরে প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত কোথাও শীতবস্ত্র বিতরণের তথ্য পাওয়া যায়নি। যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সুজন সরকারের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি কোনো তথ্য দিতে পারেননি। 

ঢাকা/রিটন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়