ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মুন্সীগঞ্জ-১: বিএনপির দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪১, ১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৫০, ১ জানুয়ারি ২০২৬
মুন্সীগঞ্জ-১: বিএনপির দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সফরত আলী সপু ও মুন্সীগঞ্জ জেলা বিএনপির কমিটির সদস্য মমিন আলী (ডানে)

মুন্সীগঞ্জ-১ আসনে এক শতাংশ ভোটারের স্বাক্ষরে গরমিল পাওয়ায় বিএনপির দুই স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ১১টার দিকে মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন রিটার্নিং কর্মকর্তা। 

আরো পড়ুন:

মনোনয়নপত্র বাতিল হওয়া স্বতন্ত্র প্রার্থীরা হলেন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সফরত আলী সপু এবং দলটির জেলা কমিটির সদস্য মমিন আলী।

জেলা প্রশাসন সূত্র জানায়, যাচাইয়ের সময় দাখিল করা মনোনয়নপত্রে সমর্থনকারী ভোটারদের স্বাক্ষরের সঙ্গে তালিকাভুক্ত তথ্যের অসামঞ্জস্য ধরা পড়ায় মুন্সীগঞ্জ-১ আসনে দুই প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

মুন্সীগঞ্জ-১ আসনে বৈধ প্রার্থীরা হলেন- সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. আতিকুর রহমান, জামায়াতে ইসলামীর এ কে এম ফখরুদ্দিন রাজী, কমিউনিস্ট পার্টির আব্দুর রহমান এবং বিপ্লব ইনসানিয়াত বাংলাদেশের প্রার্থী রোকেয়া আক্তার।

মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানান, বিধি অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে আপিলের সুযোগ থাকছে।

ঢাকা/রতন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়