ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পটুয়াখালীতে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৭, ১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:২৯, ১ জানুয়ারি ২০২৬
পটুয়াখালীতে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

পটুয়াখালীর চারটি আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে পটুয়াখালীতে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পর্যায়ক্রমে পটুয়াখালীর চারটি আসনের প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই করা হয়। 

পটুয়াখালীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. শহীদ হোসেন চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজল, জেলা নির্বাচন কর্মকর্তা ওহিদুজ্জামান মুন্সী আসন ভিত্তিক প্রার্থী, তাদের প্রস্তাবকারী ও সমর্থকদের উপস্থিতিতে মনোনয়ন যাচাই-বাছাই করেন। 

আরো পড়ুন:

কাগজপত্রে ত্রুটি থাকায় পটুয়াখালী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মঞ্জু এবং পটুয়াখালী-২ আসনে গণঅধিকার পরিষদের মো. হাবিবুর রহমান ও খেলাফত মজলিসের প্রার্থী মুহাম্মদ আইয়ুবের মনোনয়ন প্রাথমিকভাবে বাতিল করা হয়।

পটুয়াখালী জেলা নির্বাচন কর্মকর্তা অহিদুজ্জামান মুন্সী বলেন, ‍“পটুয়াখালীর চারটি আসন থেকে মোট ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তাদের মধ্যে ২৭ জন মনোনয়নপত্র জমা দেন। আজ বৃহস্পতিবার যাচাই-বাছাইয়ে তিনজনের মনোনয়ন বাতিল করা হয়ে। তারা আগামী ৫ জানুয়ারি থেকে ৯ তারিখের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন।”

ঢাকা/ইমরান/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়