রংপুর-১ আসনে জাপার মঞ্জুম আলির প্রার্থিতা বাতিল
রংপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
প্রার্থিতা প্রত্যাহার হাওয়ার পর সাংবাদিকদের কাছে নিজের প্রতিক্রিয়া জানান রংপুর-১ আসনে জাতীয় পার্টির প্রার্থী ব্যারিস্টার মঞ্জুম আলি
বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের দ্বৈত নাগরিকের তথ্য হলফনামায় অসম্পূর্ণ থাকায় রংপুর-১ (গংগাচড়া, সিটি করপোরেশনের আংশিক) আসনে প্রার্থিতা বাতিল হয়েছে ব্যারিস্টার মঞ্জুম আলির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ছিলেন।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুর ১২টায় মনোনয়নপত্র যাচাই-বাছায়ের প্রথম দিনে দ্বৈত নাগরিকের তথ্য অসম্পূর্ণ থাকায় নির্বাচন কমিশনের বিধি মোতাবেক তার প্রার্থিতা বাতিল করেন রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান।
রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সকাল ১০টা থেকে থেকে শুরু হওয়া যাচাই-বাছাইয়ে জেলা নির্বাচন কর্মকর্তা, পুলিশ সুপার, দুদক কর্মকর্তা, বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
তিস্তা বেষ্টিত রংপুর-১ আসনটিতে এবার মনোনয়নপত্র দাখিল করেছিলেন ৯ জন। চূড়ান্ত যাচাই-বাছাই শেষে ৮ জন প্রার্থীকে বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। বাদ পড়লেন সদ্য জাতীয় পার্টিতে যোগ দেওয়া ব্যারিস্টার মঞ্জুম আলি।
প্রার্থীতা বাতিল হওয়ায় ব্যারিস্টার মঞ্জুম আলি গণমাধ্যমকে বলেন, “রিটার্নিং কর্মকর্তার নির্দেশিকা মোতাবেক সব কিছু আমি দাখিল করেছি। হলফনামায় দ্বৈত নাগরিকের যে তথ্য দেওয়া আছে, শুধুমাত্র অসাবধানতা বসত ওই তথ্যে নাগরিকত্ব হওয়ার তারিখের ঘরটিতে টিক চিহ্ন দেওয়া হয়নি। যার ফলে তথ্যে অসম্পূর্ণ দেখিয়ে রিটার্নিং কর্মকর্তা আজ আমার প্রার্থিতা বাতিল করেছেন। এটি ছোটখাট ত্রুটি, যা তাৎক্ষণিক সংশোধনের সুযোগ ছিল।”
প্রার্থিতা ফিরে পেতে উচ্চ আদালতের দারস্ত হওয়ার কথাও জানান ব্যারিস্টার মঞ্জুম আলি।
রংপুর জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এনামুল আহসান জানান, জেলার ছয়টি আসনের মধ্যে আজ সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রংপুর-১ আসনে দাখিলকৃত প্রার্থীদের তথ্য যাচাই-বাছাই করা হয়েছে। ৯ প্রার্থীর মধ্যে ৮ জনকেই চূড়ান্তভাবে বৈধ ঘোষণা করা হয়েছে। একজন প্রার্থীর দ্বৈত নাগরিকের তথ্য অসম্পূর্ণ থাকায় বিধি মোতাবে তার প্রার্থিতা বাতিল করা হয়। আদালতে আপিলের মাধ্যমে ওই প্রার্থীর বিষয়টি সংশোধন করার সুযোগ আছে বলেও জানান তিনি।
একই সময়ে নির্বাচনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রতিটি আসনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। আচারণবিধি লঙ্ঘন হলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের কথাও জানান জেলা রিটার্নিং কর্মকর্তা এনামুল আহসান।
প্রথম দিনের দ্বিতীয় অধ্যায়ে দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম শুরু হবে। ওই আসনটিতে নির্বাচনে আলোচিত মুখ হিসেবে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।
ঢাকা/আমিরুল/মাসুদ