ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ওমরজাই ঝড়ে ঢাকাকে লড়াকু টার্গেট ছুড়ল সিলেট

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫১, ১ জানুয়ারি ২০২৬  
ওমরজাই ঝড়ে ঢাকাকে লড়াকু টার্গেট ছুড়ল সিলেট

বিপিএলের সপ্তম ম্যাচে আজ বৃহস্পতিবার (০১ জানুয়ারি, ২০২৬) দুপুরে মুখোমুখি হয়েছে ঢাকা ক্যাপিটালস ও সিলেট টাইটান্স। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে সিলেট আগে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করেছে। টানা দ্বিতীয় জয় তুলে নিতে ঢাকাকে করতে হবে ১৭৪ রান।

অবশ্য শুরুতে সিলেটের রানের লাগাম টেনে রেখেছিল ঢাকা। ১০ ওভার শেষে সিলেটের রান ছিল ২ উইকেটে ৬৭। ১৫ ওভার শেষে ছিল ৯৯! সেখান থেকে ঝড় তোলেন সিলেটের আজমতউল্লাহ ওমরজাই। মাত্র ২৪ বলে ৫টি চার ও ৩ ছক্কায় করেন অপরাজিত ৫০ রান। তাতে সিলেটের রান ২০ ওভারে ৫ উইকেটে বেড়ে হয় ১৭৩।

আরো পড়ুন:

১৬তম ওভারে তাসকিনকে ৩টি চার মারেন ওমরজাই। ওই ওভারে তোলেন ১৫ রান। ১৭তম ওভারে আসে ১২ রান। ১৮তম ওভারে ৯। সালমান মির্জার করা ১৯তম ওভারে ওমরজাই ২টি ছক্কা ও ২টি চার মেরে তোলেন ২২ রান। আর তাসকিনের করা শেষ ওভারে ১ ছক্কা ও ১ চারে তোলেন ১৭ রান। তাতে শেষ পাঁচ ওভারে ৭৪ রান তুলে ঢাকাকে চ্যালেঞ্জ ছুড়ে সিলেট।

ওমরজাইর আগে পারভেজ হোসেন ইমন ২ চার ও ২ ছক্কায় ৪৪ এবং সাইম আইয়ুব ১ ছক্কায় করেন ২৯ রান। বল হাতে ঢাকার সালমান মির্জা ৪ ওভারে ৪৬ রানে ২টি উইকেট নেন। তাসকিন ৪ ওভারে ৪৬ রান দিয়ে নেন ১টি উইকেট। এছাড়া মোহাম্মদ সাইফউদ্দিন ৪ ওভারে ৩২ রানে ১টি ও সাইফ হাসান ২ ওভারে ১৩ রানে নেন ১টি উইকেট।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়