ঢাকা     বুধবার   ৩১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৮, ৩১ ডিসেম্বর ২০২৫  
খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ঢাকায় ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্যমন্ত্রী লিয়নপো ডি. এন. ধুংগেল ঢাকায় পৌঁছেছেন।

বুধবার (৩১ ডিসেম্বর) সকালে হযরত শাহজালাল  আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ধুংগেলকে বহনকারী বিমান।

আরো পড়ুন:

ভুটান সরকারের প্রতিনিধি হিসেবে খালেদা জিয়ার জানাজা ও দাফনে অংশ নিয়ে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও তার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে এসেছেন ধুংগেল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম সামাদ জানান, বিমানবন্দরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত এবং বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা স্বাগত জানান।

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি চলছে। এতে বিভিন্ন দেশের প্রতিনিধি, রাজনৈতিক নেতা অংশ নিচ্ছেন।

মঙ্গলবার সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিন বারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

ঢাকা/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়