সুইজারল্যান্ডে স্কি রিসোর্টের পানশালায় আগুন, কয়েকজন নিহত
সুইজারল্যান্ডের বিলাসবহুল স্কি রিসোর্ট শহর ক্র্যানস মন্টানার একটি পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিহত এবং আরো অনেকে আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির পুলিশ। খবর আল-জাজিরার।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) পুলিশের মুখপাত্র গেতান লাথিয়ন বলেন, “রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে ‘লে কনস্টেলেশন’ নামক একটি পানশালায় আগুনের সূত্রপাত হয়। তখন সেখানে নববর্ষের উদযাপন চলছিল।”
তিনি আরো জানান, “ভবনটির ভেতরে একশোরও বেশি মানুষ ছিলেন। আমরা অনেককে আহত এবং বেশ কয়েকজনকে মৃত অবস্থায় দেখতে পেয়েছি।”
এর আগে স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বিস্ফোরণের কথা বলা হলেও, পুলিশের এক বিবৃতিতে একে ‘অনির্ধারিত উৎস থেকে সৃষ্ট আগুন’ হিসেবে অভিহিত করা হয়েছে।
লাথিয়ন বলেন, “আমরা তদন্তের একেবারেই প্রাথমিক পর্যায়ে আছি। এটি একটি আন্তর্জাতিকভাবে পরিচিত স্কি রিসোর্ট যেখানে প্রচুর পর্যটক আসেন।” তিনি আরো জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি তথ্য কেন্দ্র এবং হেল্পলাইন চালু করা হয়েছে।
সুইজারল্যান্ডের জাতীয় সম্প্রচারমাধ্যম আরটিএস-কে একটি চিকিৎসা সূত্র জানিয়েছে, অগ্নিকাণ্ডের ঘটনার পর সুইজারল্যান্ডের হাসপাতালগুলো অগ্নিদগ্ধ রোগীদের চাপে হিমশিম খাচ্ছে।
ক্র্যানস মন্টানা সুইস আল্পস পর্বতমালার কেন্দ্রে অবস্থিত, যা ম্যাটারহর্ন থেকে মাত্র ৪০ কিলোমিটার (২৫ মাইল) উত্তরে।
সুইস সংবাদমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে, একটি ভবন দাউদাউ করে জ্বলছে এবং আশেপাশে জরুরি সেবা সংস্থাগুলো অবস্থান করছে।
পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, এলাকাটি সম্পূর্ণ সিলগালা করে দেওয়া হয়েছে এবং ক্র্যানস মন্টানার ওপর ‘নো-ফ্লাই জোন’ বা বিমান উড্ডয়ন নিষিদ্ধ এলাকা ঘোষণা করা হয়েছে।
লাথিয়ন বলেন, “উদ্ধার ও জরুরি কার্যক্রম এখনও চলমান রয়েছে।”
এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে স্থানীয় সময় সকাল ১০টায় ক্র্যানস মন্টানায় পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।
ঢাকা/ফিরোজ