ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পাবনায় তিনটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৯, ১ জানুয়ারি ২০২৬  
পাবনায় তিনটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ৪

অস্ত্র ও গুলিসহ গ্রেপ্তার দুইজন। বুধবার রাতে পাবনা ডিবি পুলিশের কার্যালয়ে।

পাবনায় বিশেষ অভিযান চালিয়ে তিনটি আগ্নেয়াস্ত্র এবং গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা পৌর সদরের বলরামপুর এলাকার আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান মামুন ওরফে বাঙ্গাল মামুন (৪৭), মৃত কোবাদ শেখের ছেলে আরিফ হোসেন (২৫), শিবরামপুর এলাকার আব্দুস সোবাহানের ছেলে ফিরোজ হোসেন (৩৫) ও পূর্ব শালগাড়িয়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রিপন হোসেন (৩৫)।

আরো পড়ুন:

পাবনা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা শহরের মনসুরাবাদ এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি রিভলবারসহ চার রাউন্ড তাজা কার্তুজ জব্দ করা হয়। এ সময় দুইজনকে গ্রেপ্তার করা হয়। 

তিনি জানান, পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর এলকায় শায়েস্থা খান রোডের একটি ফ্ল্যাট বাসা থেকে ৫৩ রাউন্ড পিস্তলের গুলি জব্দ করা হয় এবং পূর্ব শালগাড়িয়া এলাকার একটি বাসা থেকে তিন রাউন্ড তাজা গুলিসহ দুইজনকে আটক হয়। এছাড়া, একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে পাবনা সদর থানায় মামলা হয়েছে। 

ঢাকা/শাহীন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়