গোপালগঞ্জে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নিহত মোখলেস মোল্লার স্বজনরা
গোপালগঞ্জের কাশিয়ানীতে মোখলেস মোল্লা (৪০) নামে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাতে উপজেলার তারাইল এলাকায় হত্যাকাণ্ডটি ঘটে। মোকলেস তারাইল পূর্বপাড়া এলাকার কালা মিয়া মোল্লার ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে মোখলেস তারাইল বাজার থেকে সাকিব নামে স্থানীয় এক যুবককে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। নাজির কাজীর মোড় এলাকায় ৪-৫ জন লোক মোটরসাইকেলটির গতিরোধ করে। তারা সাকিব ও মোকলেসকে মারধর করে। এক পর্যায়ে সাকিব পালিয়ে যান। এসময় হামলাকারীরা মোকলেসকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।
স্থানীয়রা গুরুতর অবস্থায় গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোখলেসকে মৃত ঘোষণা করেন।
নিহতের মেজ ভাই কেরামত আলী মোল্লা অভিযোগ করে বলেন, “সাগর কাজী, মেজবাহ, মফিজ ও রফিজ আমার ভাইকে রামদা ও চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। আমার ভাই গরিব মানুষের পক্ষে কথা বলে বিধায় এভাবে তাকে কুপিয়ে হত্যা করে তারা। আমি দোষীদের শাস্তি দাবি করছি।”
গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এ কে এম সিরাজুল ইসলাম জানান, রাতে মোখলেস মোল্লা নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তিনি মারা যান।
কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহফুজুর জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করে। লিখিত অভিযোগ পাওয়া যায়নি। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঢাকা/বাদল/মাসুদ