ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৪৫, ১ জানুয়ারি ২০২৬  
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে।

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সাধারণ ছুটি ঘোষণায় একদিন বন্ধ পর দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম শুরু হয়েছে। স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপারও। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হিলি কাস্টমস সুপার এম আর বাঁধন।

তিনি জানান, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সাধারণ ছুটি ঘোষণায় একদিন বন্ধ পর আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই বন্দরে ভারতের সাথে সকল প্রকার আমদানি-রপ্তানি স্বাভাবিক হয়েছে। সেই সাথে স্বাভাবিক হয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করতে শুরু করেছে। তা আনলোড হয়ে দেশি ট্রাক লোড করে দেশের বিভিন্ন স্থানে ছেড়ে যেতে শুরু করেছে।

হিলি ইমিগ্রেশন ওসি আশরাফুল ইসলাম জানান, হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজও স্বাভাবিক রয়েছে।

ঢাকা/মোসলেম/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়