পটুয়াখালীতে ৪ লাখ ২১ হাজার শিক্ষার্থী পেল নতুন বই
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নতুন বই পেয়ে খুশি শিক্ষার্থীরা।
নতুন বছরের প্রথম দিনে পটুয়াখালীর ১২৩৫টি প্রাথমিক ও ৫৬৭টি মাধ্যমিক স্তরের ৪ লাখ ২১ হাজার ১৪৬ জন শিক্ষার্থীর মাঝে ৩২ লাখ ৬২ হাজার ১৭৩টি নতুন বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে জেলার সকল বিদ্যালয়ে বই বিতরণ কার্যক্রম শুরু করা হয়। প্রাথমিক পর্যায়ে শতভাগ বই বিতরণ করা হলেও ও মাধ্যমিক পর্যায়ে চাহিদা অনুযায়ী সব বই না আসায় ৮৪ শতাংশ বই বিতরণ করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত ছিল শিক্ষার্থীরা।
পটুয়াখালীর ১০৫নং লতিফ সরকারের প্রাথমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ইয়াসিন হোসেন বলেন, “আমি এই বিদ্যালয়ে প্রথম ভর্তি হলাম। আজ প্রথম নতুন বই পেয়েছি। বই পেয়ে আমি খুবই আনন্দিত। আজকেই বইগুলো সেলাই করব।”
কলাপাড়ার মংগলসুখ সরকার প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী রিয়া মনি বলেন, “আজ বছরের প্রথম দিন বিদ্যালয়ে এসে সকল সাবজেক্টের বই পেয়েছি। বই পেয়ে আমরা বান্ধবীরা অনেক মজা করেছি। আজকেই বইগুলোতে মলাট দিব।”
পটুয়াখালী জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুজিবুর রহমান বলেন, “শিক্ষার্থীদের নতুন বইয়ের মাধ্যমে তাদের জ্ঞানের ভাণ্ডার আলোকিত করবে এবং আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠে সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমাদের চাহিদা অনুযায়ী সকল বই এখনো এসে পৌঁছেনি। ৮৪ শতাংশ বই এরইমধ্যে বিতরণ করা হয়েছে। বাকি বই আসার সঙ্গে সঙ্গে বিতরণ করা হবে।
ঢাকা/ইমরান/এস