ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বৃথা গেল শামীম ঝড়, সিলেটের দ্বিতীয় জয়

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:১৫, ১ জানুয়ারি ২০২৬
বৃথা গেল শামীম ঝড়, সিলেটের দ্বিতীয় জয়

সিলেটের ছুড়ে দেওয়া ১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪৩ রানেই ৫ উইকেট হারিয়ে বসে ঢাকা ক্যাপিটালস। সেখান থেকে তাদের রান ৮ উইকেটে ১৬৭ পর্যন্ত যাবে সেটা কেউ হয়তো ভাবেনি। কিন্তু শামীম পাটোয়ারির একপ্রান্ত আগলে করা লড়াইয়ে শেষ পর্যন্ত শেষ বলে গিয়ে ৬ রানে হার মানে ঢাকা। ছয় নম্বরে ব্যাট করতে নামা শামীম ৪৩ বলে ৯টি চার ও ৩ ছক্কায় অপরাজিত থাকেন ৮১ রানে।

শামীম ছাড়া দুই অঙ্কের কোটায় রান করতে পারেন ঢাকার কেবল আর দুই ব্যাটার। তার মধ্যে উসমান খান ৩ চার ও ১ ছক্কায় করেন ২১ রান। আর সাব্বির রহমান ১ চার ও ২ ছক্কায় করেন ২৩ রান।

আরো পড়ুন:

ব্যাটের পর বল হাতে সিলেটের সেরা ছিলেন আজমতউল্লাহ ওমরজাই। ৪ ওভারে ৪০ রান দিয়ে ৩টি উইকেট নেন তিনি। ম্যাচসেরাও হন তিনি। মোহাম্মদ আমির ৪ ওভারে ১ মেডেনসহ ৩০ রান দিয়ে নেন ২টি উইকেট। আর নাসুম আহমেদ ৪ ওভারে ২৬ রানে নেন ২টি উইকেট।

তার আগে টস হেরে ব্যাট করতে নেমে ওমরজাই ঝড়ে সিলেট ১৭৩ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায়। ওমরজাই মাত্র ২৪ বলে ৫টি চার ও ৩ ছক্কায় অপরাজিত ৫০ রানের ইনিংস খেলেন। তার আগে পারভেজ হোসেন ইমন ২ চার ও ২ ছক্কায় খেলেন ৪৪ রানের ইনিংস। এছাড়া সাইম আইয়ুব ২৯ ও ইথান ব্রুকস করেন অপরাজিত ১৩ রান।

বল হাতে ঢাকার সালমান মির্জা ৪ ওভারে ৪৬ রানে ২টি উইকেট নেন।

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়