ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অধ্যক্ষ হতে না পেরে কলেজে তালা দেওয়ার অভিযোগ

মেহেরপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৫, ১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:৪৬, ১ জানুয়ারি ২০২৬
অধ্যক্ষ হতে না পেরে কলেজে তালা দেওয়ার অভিযোগ

ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে না পেরে মেহেরপুরের গাংনী মহিলা ডিগ্রি কলেজ ভবনের মূল ফটকে তালা ঝোলানোর অভিযোগ উঠেছে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের সহকারী অধ্যাপক বেদারুল ইসলামের বিরুদ্ধে। এ নিয়ে সেখানে উত্তেজনা বিরাজ করছে। তবে, তালা ঝোলানোর বিষয়টি অস্বীকার করেছেন বেদারুল ইসলাম।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে কলেজ ভবনে তালা ঝোলানো হয়। পরে সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম তালা খুলে দেন।

গাংনী মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আমিরুল ইসলাম বলেছেন, সকালে কলেজে গিয়ে ফটকে তালা ঝুলতে দেখি। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ (ইউএনও) শিক্ষকদেরকে অবগত করি। কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা আসার পর তালা খুলে দেওয়া হয়।

গাংনী মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের অভিভাবক সদস্য সাবেক কাউন্সিলর শাহিদুল ইসলাম বলেছেন, আমরা জানতে পেরেছি, সহকারী অধ্যাপক বেদারুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ হতে চেয়েছিলেন। তা হতে না পেরে তিনি কলেজে তালা দিয়েছেন।

সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম তালা খোলার জন্য চাবি কোথায় পেয়েছেন, তা জানতে চাইলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. আনোয়ার হোসেন বলেছেন, তালা দেওয়ার বিষয়টি শুনেছি। শিক্ষার পরিবেশ বিঘ্নিত হয়, এমন কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গাংনী মহিলা ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা জানিয়েছেন, গত ৩০ ডিসেম্বর অধ্যক্ষ খোরশেদ আলম অবসরে যান। এর আগে কমিটির সভায় সিদ্ধান্ত মোতাবেক সহকারী অধ্যাপক আমিরুল ইসলামকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব দেওয়া হয়। বিষয়টি মানতে না পেরে সহকারী অধ্যাপক বেদারুল ইসলাম কলেজে তালা দিয়েছেন।

ঢাকা/ফারুক/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়