ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনা-১ আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০১, ১ জানুয়ারি ২০২৬
খুলনা-১ আসনে তিনজনের মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে স্বাক্ষর জালিয়াতি ও ভিন্ন এলাকার ভোটার হওয়ায় মনোনয়নপত্র যাচাইয়ের দ্বিতীয় দিনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বেলা ১১টায় মনোনয়নপত্র যাচাই শুরু হয়। পরে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ১০ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়।

আরো পড়ুন:

খুলনার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানিয়েছে, এ আসনে ১৩ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। দ্বিতীয় দিনে যাচাই শেষে তিনজনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং অফিসার।

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন— গণঅধিকার পরিষদের প্রার্থী জি এম রোকনুজ্জামান। তার প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় প্রার্থিতা বাতিল করা হয়েছে। প্রয়োজনীয় ১ শতাংশ ভোটারের স্বাক্ষর জালিয়াতির কারণে স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার ও অচিন্ত্য কুমার মণ্ডলের প্রার্থিতাও বাতিল করা হয়েছে।

বৈধ ১০ প্রার্থী হলেন— বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিসের ফিরোজুল ইসলাম, ইসলামী আন্দোলনের মো. আবু সাঈদ, জেএসডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি পার্টির প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সমঅধিকার পরিষদের সুব্রত মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, ইসলামী ফ্রন্টের সুনীল শুভ রায় ও জাতীয় পার্টির মো. জাহাঙ্গীর হোসেন।

ঢাকা/নূরুজ্জামান/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়