ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চুমু দিয়ে শুভশ্রীর বছর শুরু

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৯, ১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৭:০১, ১ জানুয়ারি ২০২৬
চুমু দিয়ে শুভশ্রীর বছর শুরু

নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছে সারা বিশ্ব। নিজের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে অনেক তারকাই নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করেছেন। টলিউড অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলিও একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করে শুভেচ্ছা জানিয়েছেন। 

এ ভিডিওতে দেখা যায়, বহুতল ভবন থেকে বিচ্ছুরিত হচ্ছে আতশবাজির আলোকরশ্মি। প্রধান সড়কে যেন তিল ধারণের ঠাঁই নেই। প্রতিবার আলোকরশ্মি বিচ্ছুরিত হওয়ার সঙ্গে সঙ্গে সকলে উল্লাসে ফেটে পড়ছেন। উপস্থিত এত মানুষের সঙ্গে রয়েছেন শুভশ্রী গাঙ্গুলি ও তার বর রাজ চক্রবর্তী। এরই ফাঁকে শুভশ্রী-রাজ পরস্পরের ঠোঁটে গভীর চুম্বন এঁকে দেন। 

আরো পড়ুন:

এ ভিডিওর ক্যাপশনে শুভশ্রী গাঙ্গুলি লেখেন, “হ্যাপি ২০২৬।” এবারই প্রথম নয়, গত কয়েক বছর ধরে বরকে চুমু দিয়েই বছর শুরু করেন এই অভিনেত্রী। নতুন বছরকে স্বাগত জানাতে এ দম্পতি থাইল্যান্ডে উড়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওটি সেখানেই ধারণ করা।  

প্রায়ই স্বামী রাজের সঙ্গে তোলা রোমান্টিক ছবি নেটমাধ্যমে শেয়ার করে থাকেন শুভশ্রী। তাদের রোমান্স নজর কাড়ে নেটিজেনদের। যেকোনো অনুষ্ঠানে পারিবারের সঙ্গে বা ঘরোয়াভাবে কাটাতে দেখা যায় রাজ-শুভশ্রীকে।   

টলিউড পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে দীর্ঘদিন লুকিয়ে প্রেম করেছেন শুভশ্রী গাঙ্গুলি। এ যুগল প্রেমের সম্পর্কে জড়িয়ে সমালোচনার মুখে পড়েছিলেন। কারণ শুভশ্রীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে রাজ চুটিয়ে প্রেম করেছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে। 

সব সমালোচনার ইতি টেনে ২০১৮ সালের ৬ মার্চ বাগদান সারেন শুভশ্রী-রাজ; একই বছরের ১১ মে বিয়ের আনুষ্ঠানিকতাও সম্পন্ন করেন তারা। ২০২০ সালের ১২ সেপ্টেম্বর তাদের ঘর আলো করে জন্ম নেয় পুত্র ইউভান। তার বয়স এখন ৫ বছর ৩ মাস। ২০২৩ সালের ৩০ নভেম্বর দ্বিতীয় সন্তানের মা হন শুভশ্রী। 

ঢাকা/শান্ত

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়