নতুন বছরে তারকার প্রত্যাশা
‘এতে আমার চলচ্চিত্র ক্যারিয়ার আরো শক্তপোক্ত হবে’
অধরা খান
নতুন বছর মানেই নতুন লক্ষ্য, নতুন প্রস্তুতি আর নিজেকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যাশা। সময়ের পালাবদলে অনেক শিল্পীর কাছেই ২০২৬ এসেছে নতুন করে দাঁড়ানোর সুযোগ নিয়ে। কেউ ফিরতে চান আলোচনায়, কেউ চান নিজের জায়গা আরো দৃঢ় হোক। সেই প্রত্যাশার জায়গা থেকেই নতুন বছরকে দেখছেন চিত্রনায়িকা অধরা খান। সামনে থাকা কাজ, বিদেশে অর্জিত অভিজ্ঞতা আর নতুন পরিকল্পনা নিয়ে ২০২৬ সালকে নিজের চলচ্চিত্র ক্যারিয়ারের জন্য গুরুত্বপূর্ণ করে তুলতে চান তিনি।
চিত্রনায়িকা অধরা খান বর্তমানে কানাডায় অবস্থান করছেন। বেশ কিছুদিন ধরেই সেখানে রয়েছেন। এদিকে দেশে মুক্তির অপেক্ষায় রয়েছে তার অভিনীত দুটি চলচ্চিত্র—সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ড পরিচালিত ‘দখিন দুয়ার’ এবং জাহিদ হোসেনের ‘ঋতুকামিনী’। নতুন বছরে এসব কাজের মাধ্যমে নিজের চলচ্চিত্র ক্যারিয়ারকে আরো শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে চান অধরা।
বছরের শুরুতেই অধরা দিলেন জোড়া সুখবর। দীর্ঘদিন কানাডায় অবস্থানের সুবাদে সেখানকার চলচ্চিত্র ও বিজ্ঞাপন ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হয়েছেন তিনি। ইতোমধ্যে বেশ কয়েকটি বিজ্ঞাপনে কাজ করেছেন। বছরের শেষভাগে একটি ওয়াটার পিউরিফায়ারের বিজ্ঞাপনের কাজ শেষ করেছেন। পাশাপাশি আরো কয়েকটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন, যেগুলোর শুটিং হবে আগামী জানুয়ারিতে।
এছাড়াও কানাডায় ফোর্টি এইট আওয়ার্স নামের একটি প্রোজেক্টের সঙ্গে যুক্ত হয়েছেন অধরা। এই প্রোজেক্টে ৪৮ ঘণ্টার মধ্যে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের কাহিনি লেখা থেকে শুরু করে শুটিং ও সম্পাদনার কাজ সম্পন্ন করা হয়।
টরন্টো থেকে অধরা খান বলেন, “গত বছরের শেষভাগটা বেশ ব্যস্ততার মধ্যেই কেটেছে। আরো কয়েকটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছি, যেগুলোর কাজ শুরু হবে আগামী ১২ জানুয়ারি থেকে। এছাড়াও এখানে ফোর্টি এইট আওয়ার্স নামের একটি প্রজেক্টে কাজ করছি। ৪৮ ঘণ্টার মধ্যে একটি সম্পূর্ণ কাজ শেষ করার অভিজ্ঞতা একজন শিল্পী হিসেবে আমাকে আরো প্রস্তুত করছে। আমি মনে করি, আমার চলচ্চিত্র ক্যারিয়ার এতে শক্তপোক্ত হবে।”
দেশে মুক্তির অপেক্ষায় থাকা দুটি সিনেমার পাশাপাশি নতুন তিনটি চলচ্চিত্রের কাজ শুরুর প্রস্তুতিও নিচ্ছেন অধরা। এর মধ্যে একটি প্রকল্প প্রায় চূড়ান্ত, যার শুটিং হবে ইউরোপে। এ বিষয়ে তিনি বলেন, “তিনটি চলচ্চিত্রের মধ্যে একটি প্রায় চূড়ান্ত। সহশিল্পী বা বিস্তারিত তথ্য এখনই বলতে চাই না। তবে শুটিং ইউরোপে হবে—এটা নিশ্চিত। খুব শিগগির দেশে ফিরব।”
দেশে ফেরা প্রসঙ্গে অধরা বলেন, “দেশে যাওয়া আমার জন্য কঠিন কিছু নয়। আমি মানসিকভাবে প্রস্তুতই আছি। তবে এখন ইন্ডাস্ট্রিতে কাজের চাপ কিছুটা কম। তাই মনে হচ্ছে, এই সময়টা নিজেকে আরো ঝালিয়ে নেওয়ার। কানাডায় এসে চলচ্চিত্র সংশ্লিষ্ট কাজেই নিজেকে যুক্ত রেখেছি। কিভাবে নিজেকে আরো ভালো শিল্পী হিসেবে তৈরি করা যায়, সেই চেষ্টাতেই আছি। যেটা আশা করেছিলাম, তার চেয়েও ভালো সুযোগ পাচ্ছি।”
ঢাকা/রাহাত/শান্ত