ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দুর্বল চুক্তি করবে না ইউক্রেন: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৬, ১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৪২, ১ জানুয়ারি ২০২৬
দুর্বল চুক্তি করবে না ইউক্রেন: জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কি জানিয়েছেন, রাশিয়ার সঙ্গে কোনো‘দুর্বল’ শান্তিচুক্তি করবেন না তারা। দীর্ঘ দিন ধরে যুদ্ধের কারণে ক্লান্তি এলেও ইউক্রেন আত্মসমর্পণ করার পথে হাঁটবে না। বর্ষবরণের রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেছেন।

বুধবার মধ্যরাতে টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন ইউক্রেনের প্রেসিডেন্ট। তিনি জানান, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি ইউক্রেনের বেশ কয়েকটি শহর কিছু দিনের জন্য দখল করে নিয়েছিল। রুশ-ইউক্রেন যুদ্ধ তার বেশি দিন ধরে চলছে।

আরো পড়ুন:

জ়েলেনস্কি বলেন, “ইউক্রেন কী চায়? শান্তি? হ্যাঁ। কিন্তু সেটি কি যে কোনও মূল্যে? না।” যে কোনো শর্তে রাশিয়ার সঙ্গে সন্ধি চান না বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

নিজেই নিজের প্রশ্নের উত্তর দিয়ে জেলেনস্কি বলেছেন, “আমরা কি ক্লান্ত? খুবই। তার মানে আমরা কি আত্মসমর্পণ করার জন্য প্রস্তুত? যদি কেউ এমনটা ভেবে থাকে, তা হলে খুবই ভুল করছে।” 

রাশিয়া ও ইউক্রেনের বিরোধের প্রধান দুই কারণ হচ্ছে ইউক্রেনের নিরাপত্তার নিশ্চয়তা এবং ডনবাস অঞ্চলের আধিপত্য। এই দুই নিয়েই সংঘাত চলছে দুই পক্ষের মধ্যে। যুদ্ধ থামানোর ক্ষেত্রে রাশিয়ার অন্যতম শর্ত এই ডনবাস থেকে ইউক্রেনের সেনা প্রত্যাহার। তবে ইউক্রেন এ ব্যাপারে ছাড় দিতে অস্বীকৃতি জানিয়েছে।

চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত বৈঠকে ইউক্রেন যুদ্ধ শেষ করার বিষয়ে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ট্রাম্প এবং জেলেনস্কি তাদের আলোচনার পর রাশিয়া-ইউক্রেন শান্তি চুক্তি হওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করলেও, ট্রাম্প জানিয়েছেন, এক–দুটি কঠিন বিষয় এখনো বাকি আছে, যার মধ্যে সবচেয়ে জটিল হলো ভূমি বা এলাকা নিয়ে প্রশ্ন।
 

ঢাকা/শাহেদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়