চসিকের সাবেক কাউন্সিলর ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
জিয়াউল হক সুমন
সম্পদ বিবরণীতে তথ্য গোপন এবং আয়ের উৎসের বাইরে বিপুল পরিমাণ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) দক্ষিণ হালিশহর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমন ও তার স্ত্রী শাহানাজ আকতারের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাগুলো দায়ের করা হয়। মামলার বাদী দুদকের উপ-সহকারী পরিচালক আপেল মাহমুদ বিপ্লব।
দুদকের চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১ এর উপ-পরিচালক সুবেল আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। তদন্ত চলাকালে যদি এ ঘটনার সঙ্গে অন্য কোনো ব্যক্তির সংশ্লিষ্টতা পাওয়া যায়, তবে তাদেরও আইনের আওতায় আনা হবে।
দুদক সূত্রে জানা গেছে, সাবেক কাউন্সিলর জিয়াউল হক সুমনের বিরুদ্ধে দায়ের করা মামলায় প্রায় ১৬ কোটি ৫১ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের অনুসন্ধানে দেখা গেছে, ২০১৩-২০১৪ থেকে ২০২১-২০২২ করবর্ষ পর্যন্ত জিয়াউল হক সুমনের বৈধ আয় ছিল মাত্র ১ কোটি ২৬ লাখ ৪৬ হাজার টাকা। কিন্তু, এ সময়ে তার অর্জিত সম্পদ ও ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ৭৭ লাখ টাকার বেশি। তিনি দুদকে জমা দেওয়া বিবরণীতে ৮৬ লাখ ৯০ হাজার ২৩৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।
স্ত্রীর নামেও বিপুল অবৈধ সম্পদ
দ্বিতীয় মামলায় সুমনের স্ত্রী শাহানাজ আকতারকে আসামি করা হয়েছে। তার বিরুদ্ধে ২ কোটি ২ লাখ ২৬ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।
দুদকের দাবি, স্বামীর সহায়তায় শাহানাজ এসব অবৈধ সম্পদ অর্জন ও ভোগদখল করছেন। অনুসন্ধানে তার অর্জিত সম্পদের বিপরীতে গ্রহণযোগ্য আয় পাওয়া গেছে মাত্র ৬৬ লাখ ৫২ হাজার টাকা।
ঢাকা/রেজাউল/রফিক