ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাইযোদ্ধা নাঈমের পিতার মৃত্যুতে ফখরুলের শোক

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৭, ১ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৯:৩৮, ১ জানুয়ারি ২০২৬
জুলাইযোদ্ধা নাঈমের পিতার মৃত্যুতে ফখরুলের শোক

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

পুলিশের গুলিতে আহত হয়ে বর্তমানে সিএমএইচে চিকিৎসাধীন জুলাইযোদ্ধা গাজী নাঈমের পিতা নীরব হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি মহাসচিব জানান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে গিয়ে নীরব হোসেন হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন)।

আরো পড়ুন:

বৃহস্পতিবার (শুক্রবার) গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “পুলিশের গুলিতে আহত হয়ে সিএমএইচে এখনো চিকিৎসাধীন জুলাই যোদ্ধা গাজী নাঈমের পিতা নীরব হোসেন গতকাল প্রাণের টানে পটুয়াখালী থেকে ঢাকায় এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করেন। সেখানে উপস্থিত হওয়ার পর তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি।”

শোকবার্তায় তিনি বলেন, “নিজের সন্তান গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা সত্ত্বেও দেশনেত্রীর প্রতি একজন সাধারণ মানুষের কতটা গভীর আবেগ, ভালোবাসা ও শ্রদ্ধা থাকলে সুদূর পটুয়াখালী থেকে ঢাকায় এসে জানাজায় অংশগ্রহণ করেন, তা সহজেই অনুধাবন করা যায়।”

মির্জা ফখরুল বলেন, “নীরব হোসেনের এই আকস্মিক মৃত্যুতে বিএনপির সর্বস্তরের নেতাকর্মীরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।”

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, “মহান রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি, তিনি যেন মরহুম নীরব হোসেনকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে ধৈর্য ধারনের তৌফিক দান করেন।”

শোকবার্তার শেষাংশে বিএনপি মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

ঢাকা/আলী/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়