ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে এসআইর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৭, ১ জানুয়ারি ২০২৬  
দায়িত্ব পালনরত অবস্থায় অসুস্থ হয়ে এসআইর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ পুলিশ লাইনসে দায়িত্ব পালনরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়েছেন আব্দুল আলিম (৫৫) নামের এক উপ-পরিদর্শক (এসআই)। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে অসুস্থ হয়ে পড়লে আব্দুল আলিমকে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে নেওয়া হয়। তিনি পাবনার সুজানগর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত বন্দের আলীর ছেলে।

আরো পড়ুন:

বিকেলে পুলিশ লাইনসে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে সহকর্মীরা তাকে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। কিন্তু, রাজশাহী নেওয়ার আগেই চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালেই তিনি মারা যান।

অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ জানিয়েছেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আব্দুল আলিমের মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঢাকা/শিয়াম/রফিক

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়