ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা খেল রিয়াল

ক্রীড়া ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৮, ১ জানুয়ারি ২০২৬  
নতুন বছরের শুরুতেই বড় ধাক্কা খেল রিয়াল

নতুন বছরের প্রথম দিনেই রিয়াল মাদ্রিদ পেল এক দুঃসংবাদ- দলের প্রধান আক্রমণভাগ পরিচালনা করা ফরাসি মহাতারকা কিলিয়ান এমবাপ্পে চোটের কারণে মাঠের বাইরে চলে গেছেন। বাঁ-হাঁটুর লিগামেন্ট বা স্প্রেইনের কারণে আগামী বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে ছাড়াই মাঠে নামতে হবে কার্লো আনচেলত্তির শিষ্যদের।

গত ৩১ ডিসেম্বর অনুশীলনে এমবাপ্পের অনুপস্থিতি জল্পনার জন্ম দিয়েছিল। পরবর্তীতে রিয়াল মাদ্রিদ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে যে, তার বাঁ-হাঁটুতে স্প্রেইন ধরা পড়েছে। গত কয়েক ম্যাচ ধরেই কিছুটা অস্বস্তি নিয়ে খেলছিলেন তিনি। তবে পরীক্ষার পর চোটের গভীরতা প্রকাশ পায়। স্প্যানিশ সংবাদমাধ্যমগুলোর গুঞ্জন অনুযায়ী, অন্তত তিন সপ্তাহ বিশ্রামে থাকতে হতে পারে ২৭ বছর বয়সী এই ফরোয়ার্ডকে।

আরো পড়ুন:

এমবাপ্পের এই চোট এমন এক সময়ে এলো যখন রিয়ালের সামনে একের পর এক বড় পরীক্ষা।

লা লিগায় ৪ জানুয়ারি রিয়াল বেতিসের বিপক্ষে বছরের প্রথম লিগ ম্যাচটি মিস করছেন তিনি। এরপর স্প্যানিশ সুপারকোপার সেমিফাইনালে নগরপ্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও তার খেলা প্রায় অসম্ভব। আশঙ্কা করা হচ্ছে, ২০ জানুয়ারি নিজের সাবেক ক্লাব মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচেও দর্শক হয়ে থাকতে হবে তাকে।

চলতি মৌসুমে লস ব্লাঙ্কোসদের আক্রমণভাগের প্রাণভোমরা ছিলেন এমবাপ্পে। লা লিগায় ১৮ গোল নিয়ে তিনি এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে। শুধু গোল নয়, সতীর্থদের দিয়ে করানো ৪টি অ্যাসিস্টসহ মোট ২২টি গোলে সরাসরি অবদান রেখে লিগের সেরা পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। তার এই অনুপস্থিতি রিয়ালের গোলক্ষুধা মেটানোর ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ তৈরি করবে।

এক নজরে এমবাপ্পের বর্তমান মৌসুম:
গোল: ১৮ (লা লিগা সর্বোচ্চ)
সরাসরি অবদান: ২২টি গোল।
সম্ভাব্য অনুপস্থিতি: ৩ সপ্তাহ।

রিয়াল মাদ্রিদের ডাগআউটে এখন বড় চিন্তা- এমবাপ্পের জায়গায় কাকে নামিয়ে এই শূন্যস্থান পূরণ করবেন জাভি আলোনসো? ভিনিসিয়ুস বা রদ্রিগো কি পারবেন এই অভাব ঢেকে দিতে?

ঢাকা/আমিনুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়