ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার ইউক্রেন ও ইইউর

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:১৪, ১ জানুয়ারি ২০২৬  
পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ অস্বীকার ইউক্রেন ও ইইউর

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত বাসভবনে ইউক্রেনের ড্রোন হামলা চালানোর ব্যাপারে মস্কোর দাবি প্রত্যাখ্যান করেছে কিয়েভ এবং ইউরোপীয় কর্মকর্তারা। বৃহস্পতিবার রয়টার্স এ তথ্য জানিয়েছে।

সোমবার রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ অভিযোগ করেছিলেন, ইউক্রেন উত্তর নভগোরোড অঞ্চলে পুতিনের বাসভবনে কয়েক ডজন ড্রোন দিয়ে আক্রমণ করার চেষ্টা করেছে। এই হামলার পরিপ্রেক্ষিতে মস্কো তার আলোচনার অবস্থান পর্যালোচনা করবে।

ওয়াল স্ট্রিট জার্নাল বুধবার জানিয়েছে, মার্কিন জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা দেখেছেন যে ইউক্রেন পুতিন বা তার কোনো বাসভবনকে ড্রোন হামলায় লক্ষ্য করেনি। রয়টার্স তাৎক্ষণিকভাবে প্রতিবেদনটি যাচাই করতে পারেনি।

পত্রিকাটি জানিয়েছে, সিআইএ-এর একটি মূল্যায়নের মাধ্যমে এই উপসংহারটি সমর্থিত হয়েছে যেখানে পুতিন বা তার কোনো বাসভবনকে লক্ষ্য করার কোসো প্রচেষ্টা পাওয়া যায়নি। মন্তব্যের জন্য তাৎক্ষণিকভাবে কোনও সিআইএ মুখপাত্রের সাথে যোগাযোগ করা যায়নি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাথমিকভাবে রাশিয়ার অভিযোগের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। সোমবার সাংবাদিকদের তিনি জানিয়েছেন, পুতিন তাকে কথিত ঘটনা সম্পর্কে অবহিত করেছেন এবং তিনি এ বিষয়ে ‘অত্যন্ত ক্ষুব্ধ।’

তবে বুধবার রাশিয়ার দাবির প্রতি সন্দেহ প্রকাশ করেছেন ট্রাম্প। তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিউ ইয়র্ক পোস্টের একটি সম্পাদকীয় শেয়ার করেছেন, যেখানে রাশিয়াকে ইউক্রেনে শান্তি বিঘ্নিত করার অভিযোগ করা হয়েছে।

এই বিষয়টির সাথে পরিচিত একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছে, সিআইএ পরিচালক জন র‍্যাটক্লিফ পুতিনের অভিযোগ সম্পর্কে ট্রাম্পকে অবহিত করার পর তিনি সম্পাদকীয়টি পুনরায় পোস্ট করেছেন।

বুধবার ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক কাজা কালাস রাশিয়ার দাবিকে ‘ইচ্ছাকৃত বিভ্রান্তি’ বলে অভিহিত করেছেন।

তিনি এক্স-এ লিখেছেন, “যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইউক্রেনের অবকাঠামো এবং বেসামরিক নাগরিকদের নির্বিচারে লক্ষ্যবস্তু করে আসা আক্রমণকারীর কাছ থেকে ভিত্তিহীন দাবি কারো গ্রহণ করা উচিত নয়।”

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়