সেই কাভার্ড ভ্যান চালক গ্রেপ্তার
জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল উদ্ধার করা হচ্ছে।
খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় প্রধান আসামি ও কাভার্ড ভ্যানচালক মো. আবু নাসের ওরফে সোহাগকেকে গ্রেপ্তার করেছে র্যাব।
শুক্রবার (২ জানুয়ারি) সকালে র্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার স্টাফ অফিসার (মিডিয়া) সনদ বড়ুয়া জানান, বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে রাজধানীর পল্টন থানা এলাকা হতে সোহাগকে গ্রেপ্তার করা হয়। এর আগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে নিহতের পরিবার।
র্যাব জানায়, ৩১ ডিসেম্বর রাতে রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত নায়েক মো. রুবেল হক খিলগাঁও থানার এপেক্স ভবনের সামনে মালিবাগ হতে সবুজবাগগামী ফ্লাইওভারের ওপর পৌঁছালে একই দিক হতে বেপরোয়া ও দ্রুতগতিতে ধেয়ে আসা একটি ছয় চাকা বিশিষ্ট কাভার্ড ভ্যান (ঢাকা মেট্রো ট ১৩-৩৪২৫) পেছন হতে রুবেলের মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এতে রুবেল ফ্লাইওভারের উপর পড়ে যান। সেসময় কাভার্ড ভ্যানের চাকার নিচে পড়ে তার মাথা পিষ্ট হয়। পরবর্তীতে মুগদা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় খিলগাঁও থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা হয়।
ঢাকা/এমআর/এস