সালাহউদ্দিন আহমদের বার্ষিক আয় ৬ কোটি ২২ লাখ টাকা
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
সালাহউদ্দিন আহমদ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া–পেকুয়া) আসনে প্রতিদ্বন্দ্বিতা করার লক্ষ্যে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় উঠে এসেছে তার আয়, ব্যয়, সম্পদ ও দায়ের বিস্তারিত চিত্র।
গত ২৮ ডিসেম্বর সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে দাখিল করা ফরম-২১ অনুযায়ী, ২০২৫–২০২৬ করবর্ষে সালাহউদ্দিন আহমদের আনুমানিক বার্ষিক আয় দেখানো হয়েছে ৬ কোটি ২১ লাখ ৮৩ হাজার ৬২৭ টাকা। একই সময়ে তার বার্ষিক ব্যয় দেখানো হয়েছে ৩৬ লাখ ৬৮ হাজার ৫৫৯ টাকা।
হলফনামায় উল্লেখ করা হয়, কৃষি খাত থেকে তার আয় ৬ লাখ টাকা, স্থাবর সম্পত্তির ভাড়া থেকে আয় ৩ লাখ ২০ হাজার টাকা এবং নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ‘পেকুয়া লাইভস্টক ফিশারিজ ফার্ম’ থেকে আয় ৫ লাখ ৬৫ হাজার টাকা। ব্যাংক আমানত থেকে সুদ বাবদ আয় ১১ হাজার ৩২৬ টাকা। কোম্পানির পরিচালক হিসেবে সম্মানি বাবদ আয় ২৬ লাখ ৪০ হাজার টাকা। অন্যান্য উৎস হিসেবে জমি বিক্রি থেকে মূলধনী আয় দেখানো হয়েছে ৫ কোটি ৮০ লাখ ২৭ হাজার ৩১১ টাকা।
অস্থাবর সম্পদের হিসাবে দেখা যায়, সালাহউদ্দিন আহমদের কাছে নগদ অর্থ আছে ১ কোটি ৩৫ লাখ ৫২ হাজার ৬৭ টাকা। তার স্ত্রী সাবেক সংসদ সদস্য হাসিনা আহমদের নগদ অর্থের পরিমাণ ৬ লাখ ৭৯ হাজার ১২৭ টাকা।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সালাহউদ্দিন আহমদের নামে জমা রয়েছে ৩৯ লাখ ৪৯ হাজার ৯৯২ টাকা এবং তার স্ত্রীর নামে রয়েছে ২৬ লাখ ৫ হাজার ৪৩৫ টাকা। তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির শেয়ারে সালাহউদ্দিন আহমদের বিনিয়োগের অর্জনকালীন মূল্য ১৯ লাখ টাকা।
সালাহউদ্দিন আহমদের স্ত্রীর নামে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত কোম্পানির শেয়ারের অর্জনকালীন মূল্য ২ কোটি ৫৮ লাখ ৫৯ হাজার ১৩৭ টাকা, যার বর্তমান বাজারমূল্য দেখানো হয়েছে প্রায় ১ কোটি ১০ লাখ ২৫ হাজার টাকা। তালিকাভুক্ত নয়, এমন কোম্পানির শেয়ারের বর্তমান মূল্য দেখানো হয়েছে ৯৯ লাখ ৯৫ হাজার টাকা।
যানবাহনের বিবরণীতে উল্লেখ করা হয়েছে, সালাহউদ্দিন আহমদের ব্যবহৃত একটি কার ও দুটি জিপের মূল্য প্রায় ৫৭ লাখ টাকা। তার স্ত্রীর ব্যবহৃত একটি কার ও একটি জিপের মূল্য দেখানো হয়েছে প্রায় সাড়ে ৬৫ লাখ টাকা।
হলফনামা অনুযায়ী, বিভিন্ন সময়ে উপহার হিসেবে সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ১২.৩ তোলা স্বর্ণ (১ তোলা সমান ১ ভরি), যার মূল্য দেখানো হয়েছে ৮০ হাজার টাকা। তার স্ত্রী হাসিনা আহমদের কাছে আছে ২৪.৮ তোলা স্বর্ণ, যার মূল্য ‘অজানা’ হিসেবে উল্লেখ করা হয়েছে। এছাড়া, তিনটি আগ্নেয়াস্ত্রের মূল্য দেখানো হয়েছে ১ লাখ ৫০ হাজার টাকা।
স্থাবর সম্পদের তালিকায় রয়েছে ২৪.৩৬ একর কৃষিজমি, ৯.৪৩ একর অকৃষিজমি, পেকুয়ায় অবস্থিত তিনতলা বাসভবন (১২ হাজার ২০৮ বর্গফুট), কক্সবাজার শহরের কলাতলীতে ছয়তলা ভবন (১৮ হাজার ১৫০ বর্গফুট) এবং ঢাকার গুলশানে একটি ফ্ল্যাট (৪ হাজার ১৯ বর্গফুট)।
দায়-দেনার অংশে উল্লেখ করা হয়, সালাহউদ্দিন আহমদের ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক মোট দায়ের পরিমাণ ৪ কোটি ১৫ লাখ টাকা। একই সঙ্গে তিনি হলফনামায় জানিয়েছেন, বিভিন্ন খাতে তার প্রদত্ত ঋণের পরিমাণ ৭ কোটি ৫৪ লাখ টাকা।
প্রসঙ্গত, সালাহউদ্দিন আহমদ ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ আসন (চকরিয়া-পেকুয়া) থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত চার দলীয় জোট সরকারের আমলে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
ঢাকা/তারেকুর/রফিক