টুঙ্গিপাড়ায় আবারো ৩ আ. লীগ নেতার পদত্যাগ
গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
অজান্তে আওয়ামী লীগের পদ পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে বলেন তারা।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আবারো সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদপদবী থেকে পদত্যাগ করেছেন তিন আওয়ামী লীগ নেতা। শারীরিক অসুস্থতা ও অজান্তে আওয়ামী লীগের পদ পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে বলেন তারা।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ার মধুমতি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা।
পদত্যাগকারীরা হলেন- টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি দিলীপ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক লিপু সাহা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোবিন্দ সাহা।
সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি দিলীপ সরকার বলেন, “আমি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলাম। কিন্তু কিডনিসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে দল থেকে পদত্যাগ করছি। আগামীতেও কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হব না।”
একই সংবাদ সম্মেলনে লিপু সাহা ও গোবিন্দ সাহা বলেন, “আমরা কখনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না। কারণ আমরা পূর্বপুরুষ থেকেই ব্যবসায়ী। কে বা কারা আমাদের নাম আওয়ামী লীগের কমিটিতে নাম দিয়েছে তাও জানি না। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছি।”
ঢাকা/বাদল/এস