ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টুঙ্গিপাড়ায় আবারো ৩ আ. লীগ নেতার পদত্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৫৩, ২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:০০, ২ জানুয়ারি ২০২৬
টুঙ্গিপাড়ায় আবারো ৩ আ. লীগ নেতার পদত্যাগ

অজান্তে আওয়ামী লীগের পদ পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে বলেন তারা।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আবারো সংবাদ সম্মেলন করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পদপদবী থেকে পদত্যাগ করেছেন তিন আওয়ামী লীগ নেতা। শারীরিক অসুস্থতা ও অজান্তে আওয়ামী লীগের পদ পেয়েছেন বলে সংবাদ সম্মেলনে বলেন তারা।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) রাতে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ার মধুমতি রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেন তারা। 

পদত্যাগকারীরা হলেন- টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি দিলীপ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক লিপু সাহা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক গোবিন্দ সাহা।

সংবাদ সম্মেলনে পৌর আওয়ামী লীগের ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি দিলীপ সরকার বলেন, “আমি টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলাম। কিন্তু কিডনিসহ বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে দল থেকে পদত্যাগ করছি। আগামীতেও কোন রাজনৈতিক দলের কর্মকাণ্ডে সম্পৃক্ত হব না।”

একই সংবাদ সম্মেলনে লিপু সাহা ও গোবিন্দ সাহা বলেন, “আমরা কখনো রাজনীতির সাথে জড়িত ছিলাম না। কারণ আমরা পূর্বপুরুষ থেকেই ব্যবসায়ী। কে বা কারা আমাদের নাম আওয়ামী লীগের কমিটিতে নাম দিয়েছে তাও জানি না। তাই স্বেচ্ছায় ও সজ্ঞানে আওয়ামী লীগ থেকে পদত্যাগ করছি।”

ঢাকা/বাদল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়