বরিশালের ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন
বরিশাল প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের ৬টি সংসদীয় আসনের মধ্যে তিনটির প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে বরিশাল-৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ), বরিশাল-৫ (সদর) ও বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই হয়। এ সময় ত্রুটিপূর্ণ কাগজ দাখিল করায় দুইজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন- এক পাসেন্ট ভোটারের সই না থাকায় বরিশাল-৫ (সদর) আসনের স্বতন্ত্র প্রার্থী মো. তৌহিদুল ইসলাম এবং ত্রুটিপূর্ণ মনোনয়নপত্র দাখিল করায় একই আসনে খেলাফত মজলিসের প্রার্থী এ.কে.এম মাহবুব আলমের।
এছাড়া, হলফনামায় সই না থাকায় বরিশাল-৫ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের মনোনীত প্রার্থী ডা. মনিষা চক্রবর্তীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।
বরিশাল-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ মাহমুদুন্নবীর মনোনয়নপত্রের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় তার মনোনয়নপত্র স্থগিত রাখা হয়।
বরিশাল জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমন জানান, আগামী ৪ জানুয়ারি মনোনয়নপত্র বাছাইয়ের শেষ দিনে স্থগিত হওয়া দুই প্রার্থীর বিষয়ে চৃড়ান্ত সিদ্ধান্ত দেওয়া হবে।
ঢাকা/পলাশ/মাসুদ