ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রাম-২: আসলাম চৌধুরীর ঋণের পরিমাণ ১৭০০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১৭, ২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৩:৪৩, ২ জানুয়ারি ২০২৬
চট্টগ্রাম-২: আসলাম চৌধুরীর ঋণের পরিমাণ ১৭০০ কোটি টাকা

লায়ন আসলাম চৌধুরী

চট্টগ্রাম-২ (সীতাকুন্ড) সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরীর মোট সম্পদের পরিমাণ ৪৫৬ কোটি ৯৫ লাখ ৭ হাজার টাকা। তার মোট ঋণের পরিমাণ প্রায় ১ হাজার ৭০০ কোটি টাকা। 

মনোনয়নপত্রের সঙ্গে দাখিলকৃত হলফনামায় তিনি এ তথ্য উল্লেখ করেছেন।

আরো পড়ুন:

আসলাম চৌধুরীর হলফনামায় উল্লেখ করেন, মিউচ্যুয়াল ট্রাষ্ট ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, পূবালী ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, সিটি ব্যাংকের মোট পাঁচটি ব্যাংক হিসাবে তার নিজ নামে ঋণ রয়েছে ৩৫৪ কোটি ৪১ লাখ ৬৩ হাজার ২৬৯ টাকা। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের জামিনদার ও পরিচালক হিসেবে তিনি আরো ১ হাজার ৩৪৪ কোটি টাকার ঋণে দায়বদ্ধ। সব মিলিয়ে তার মোট ঋণের পরিমাণ ১ হাজার ৬৯৮  কোটি ৪১ লাখ ৬৩ হাজার ২৬৯ টাকা। এসব ঋণের বেশিরভাগই জামিনদার ও ডিরেক্টর হিসেবে সম্পৃক্ত বলে তিনি হলফনামায় উল্লেখ করেছেন।

হলফনামায় আরো উল্লেখ করা হয়, আসলাম চৌধুরীর কাছে নগদ অর্থ রয়েছে ১১ কোটি টাকা। তার বার্ষিক আয় ৪৮ লাখ ৩৭ হাজার টাকা, যার প্রধান উৎস ব্যবসা। তার বিরুদ্ধে রাজনৈতিকসহ বিভিন্ন আইনে মোট ১৩২টি মামলা রয়েছে। এর মধ্যে ৮০টি মামলা বর্তমানে চলমান এবং ৫২টি মামলা থেকে তিনি খালাস পেয়েছেন।

ঢাকা/রেজাউল/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়