ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাহরুখের জিবের মূল্য ১ লাখ রুপি ঘোষণা

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:২০, ২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৫:৫০, ২ জানুয়ারি ২০২৬
শাহরুখের জিবের মূল্য ১ লাখ রুপি ঘোষণা

ইনসেটে মীরা

বলিউড কিং শাহরুখ খানের জিব কেটে নেওয়ার জন্য ১ লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছে ভারতের আগ্রার অল ইন্ডিয়া হিন্দু মহাসভার জেলা সভাপতি মীরা রাঠোর। বৃহস্পতিবার (১ জানুয়ারি) সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে এমন ঘোষণা দেন তিনি। 

ক্ষুব্ধ মীরা রাঠোর বলেন, “বাংলাদেশে আমাদের হিন্দু ভাইদের পুড়িয় মারা হয়েছে, আর এই লোক তাদের এনে এখানে খাওয়াচ্ছে। আমি আজ তার মুখে কালি মেখে জুতা মেরেছি। আমাদের ভাইদের সঙ্গে যদি এমন হয়, আমরাও কাউকে ছাড়ব না। আমাদের ভাইদের সঙ্গে যা হচ্ছে, তা অন্যায় হচ্ছে। যে ব্যক্তি তার (শাহরুখ) জিব কেটে এনে দেবে, তাকে আমরা নগদ ১ লাখ রুপি পুরস্কার দেব।” 

আরো পড়ুন:

শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) আইপিএলে অংশ নিয়েছে। এ দলের হয়ে খেলছেন বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার মোস্তাফিজুর রহমান। গত কয়েক দিন ধরে এ নিয়ে কিছু হিন্দু সংগঠন ক্ষোভ প্রকাশ করে আসছে। শাহরুখ খানকে নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন। এবার প্রকাশ্যে ভয়ংকর হুমকি দিলেন মীরা।   

মীরা রাঠোরই প্রথম নন, এর আগে শাহরুখ খানের বিরুদ্ধে কথা বলেছেন দেবকী নন্দন ঠাকুর, বিজেপি নেতা সংগীত সোম। তারা শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেও মন্তব্য করেছেন। তবে বিজেপি বা অন্যান্য প্রধান রাজনৈতিক দলের নেতারা এসব মন্তব্যের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানাননি। 

তথ্যসূত্র: দ্য ফ্রি প্রেস জার্নাল, মিড-ডে

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়