ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪২, ২ জানুয়ারি ২০২৬  
টাঙ্গাইলে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য টাঙ্গাইলের আটটি আসনে ৮৬ প্রার্থী মনোনয়নপত্র কিনলেও জমা দিয়েছেন ৬৫ জন। যাচাইয়ে টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় টাঙ্গাইল-১ আসনে জমা দেওয়া মনোনয়নপত্রগুলো যাচাই করা হয়। 

আরো পড়ুন:

মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া কাগজপত্রে ত্রুটি থাকায় বিএনপির বিদ্রোহী প্রার্থী মোহাম্মদ আলী, স্বতন্ত্র প্রার্থী মোন্তাজ আলী ও ইসলামী আন্দোলনের প্রার্থী মো. হারুন অর রশীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
অন্যান্য আসনের জন্য জমা দেওয়া মনোনয়নপত্র যাচাই চলছে বলে জানিয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শরীফা হক।

ঢাকা/কাওছার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়