ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়া-১: বৈধ প্রার্থী হলেন যারা

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৪, ২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৪:৪৫, ২ জানুয়ারি ২০২৬
বগুড়া-১: বৈধ প্রার্থী হলেন যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বগুড়ায় প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই চলছে।

শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকন্দি) আসন দিয়ে মনোনয়ন যাচাই শুরু হয়। জুমার নামাজের আগেই শেষ হয় এই আসনের যাচাই-বাছাই কার্যক্রম। 

আরো পড়ুন:

বগুড়া-১ আসনে বিএনপির দুই প্রার্থীসহ মোট চারজনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপির মনোনয়নপত্র। যাচাই-বাছাই শেষে এ সিদ্ধান্ত দেন বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তৌফিকুর রহমান। 

জেলা রিটার্নিং অফিস সূত্র জানায়, এ আসনে মনোনয়নপত্র জমা দেওয়া মোট সাতজন প্রার্থীর মধ্যে সব কাগজপত্র সঠিক ও কোনো আপত্তি না থাকায় চারজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন- বিএনপির সাবেক সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম, বিএনপির প্রার্থী এ কে এম আহসানুল তৈয়ব জাকির, জামায়াতে ইসলামীর মো. শাহাবুদ্দিন এবং গণফোরামের প্রার্থী জুলফিকার আলী।

তথ্যগত ত্রুটির কারণে দুই প্রার্থীর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। শিক্ষাগত যোগ্যতার সনদ দাখিল না করায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী এবিএম মোস্তফা কামাল পাশা এবং প্রস্তাবকের ঘাটতির কারণে বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী আসাদুল হকের মনোনয়ন এখনো ঝুলে রয়েছে।

স্বতন্ত্র প্রার্থী শাহাজাদী আলম লিপি মনোনয়নপত্রের সঙ্গে এক শতাংশ ভোটারের সমর্থন তালিকা জমা দিলেও যাচাই-বাছাইয়ে ভোটারদের স্বাক্ষর ও তথ্যের মধ্যে অসঙ্গতি পাওয়া যায়। এ কারণে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম চলাকালে জেলা পুলিশের সদস্যসহ বিভিন্ন সরকারি দপ্তর এবং ব্যাংকের প্রতিনিধিরা সহ গণমাধ্যম কর্মীরাও উপস্থিত ছিলেন।

ঢাকা/এনাম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়