খালেদা জিয়ার জন্য সারা দেশে বিশেষ দোয়া
নিজস্ব প্রতিবেদক ও জেলা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় শুক্রবার জুমার নামাজের পর গাংনীর দারুস সুন্নাত মোখরিয়া হাফিজিয়া মাদ্রাসায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সারা দেশে বিশেষ দোয়া করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকারর জুমার নামাজ শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এতে বিপুল পরিমাণ মুসল্লি অংশ নেন। দোয়া শুরুর আগে বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করা হয়।
এদিকে, বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজ (শুক্রবার) দেশজুড়ে তৃতীয় ও শেষ দিনের মতো রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হচ্ছে। গত মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে ৩১ ডিসেম্বর (বুধবার) থেকে ২ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজও দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতেও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করছেন। বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও ধর্মীয় সংগঠন পৃথকভাবে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে।
নেত্রকোণা
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে নেত্রকোণা জেলা ছাত্রদলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল করা হয়েছে।
জেলা শহরের পৌর এলাকার ছোট বাজারস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নেত্রকোণা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামসুল হুদা শামীম, সিনিয়র সহ-সভাপতি মাজারুল ইসলাম জিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আরাফাত বাবু, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান খান দুলন এবং দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) প্রান্ত পাঠান প্রমুখ।
মেহেরপুর
জুমার নামাজ শেষে গাংনীর দারুস সুন্নাত মোখরিয়া হাফিজিয়া মাদ্রাসায় মেহেরপুর-২ (গাংনী) আসনে বিএনপির প্রার্থীর উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন মেহেরপুর জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি আমজাদ হোসেন ও গাংনী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. নাজমুল ফারুকী।
ঢাকা/আলী/ইবাদ/ফারুক/রফিক