কুমিল্লায় জামায়াতের প্রার্থীসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল
কুমিল্লা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনের মধ্যে কুমিল্লা–১, কুমিল্লা–২ ও কুমিল্লা–৩ আসনের মনোনয়নপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ তিন আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীসহ ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুর পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসানের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই করা হয়।
যাচাই শেষে কুমিল্লা–১, কুমিল্লা–২ ও কুমিল্লা–৩ আসনের মোট ৩১ প্রার্থীর মধ্যে ১১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়। ওই ১১ জনের বিরুদ্ধে বেশিরভাগ ক্ষেত্রে ভোটারের স্বাক্ষর জালিয়াতির অভিযোগ পাওয়া গেছে।
হলফনামায় প্রয়োজনীয় সব তথ্য উল্লেখ না করায় কুমিল্লা-৩ আসনে জামায়াতের প্রার্থী ইউছুফ হাকিম সোহেলের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। হলফনামায় নাগরিক তথ্যের ঘর পূরণ করা হয়নি এবং প্রার্থী দ্বৈত নাগরিক কি না, তা স্পষ্ট করা হয়নি।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, জেলার অন্যান্য আসনের মনোনয়নপত্র যাচাই কার্যক্রম পর্যায়ক্রমে সম্পন্ন করা হবে।
জেলা রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান বলেছেন, হলফনামায় কোনো তথ্য গোপন করা যাবে না, সব তথ্য সঠিকভাবে দিতে হবে। তবে, মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থী নির্বাচন কমিশনে আপিল করে প্রার্থিতা ফিরে পাওয়ার সুযোগ পাবেন।
ঢাকা/রুবেল/রফিক