ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, আসন প্রতি লড়েছেন ৭৩ জন

চবি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৩, ২ জানুয়ারি ২০২৬   আপডেট: ১৮:৫৫, ২ জানুয়ারি ২০২৬
চবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা, আসন প্রতি লড়েছেন ৭৩ জন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক এ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এতে আসন প্রতি লড়েছেন ৭৩ জন শিক্ষার্থী।

শুক্রবার (২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ভর্তি পরীক্ষা শুরু হয় এবং শেষ হয় দুপুর সাড়ে ১২টায়। 

আরো পড়ুন:

‘এ’ ইউনিটের  অধীনে রয়েছে বিজ্ঞান, জীববিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং মেরিন সায়েন্সেস অ্যান্ড ফিশারিজ অনুষদ। 'এ’ ইউনিটে মোট সাধারণ আসন রয়েছে ১ হাজার ৯৩টি। এতে আবেদন করেছেন ৮৭ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ৭৯ হাজার ৯২৪ জন শিক্ষার্থী; যা মোট আবেদনকারীর প্রায় ৯১ দশমিক ১৪ শতাংশ। 

অন্যদিকে, গতবারের মতো এবারো ঢাকা, চট্টগ্রাম এবং রাজশাহীসহ তিনটি বিভাগীয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আল-আমিন বলেন, “আজকে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা খুব ভালোভাবে অনুষ্ঠিত হয়েছে। কোনোপ্রকার ঝামেলা হয়নি৷ শিক্ষার্থীরাও সুন্দরভাবে পরীক্ষা দিয়েছে। শিক্ষার্থীদের উপস্থিতিও ভালো ছিল।”

ঢাকা/মিজানুর/জান্নাত

সর্বশেষ

পাঠকপ্রিয়