ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কক্সবাজার-১: সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বৈধ

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:১৬, ২ জানুয়ারি ২০২৬  
কক্সবাজার-১: সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বৈধ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হয়েছে।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে শুক্রবার (২ জানুয়ারি) বিকেলে রিটার্নিং কর্মকর্তার দায়িত্বে থাকা কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান এই বিষয়টি জানিয়েছেন।

আরো পড়ুন:

আসনটিতে মনোনয়নপত্র দাখিলকারী পাঁচ প্রার্থীর মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বৈধ এবং ২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা হয়।

যাচাই-বাছাই শেষে এ আসনে বৈধ ঘোষিত অন্যান্য প্রার্থীরা হলেন জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ আল ফারুখ এবং গণঅধিকার পরিষদের (জিওপি) প্রার্থী মো. আব্দুল কাদের।

অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী এবং স্বতন্ত্র প্রার্থী মো. সাইফুল ইসলামের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশন ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী, রিটার্নিং কর্মকর্তারা আগামী ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করবেন। 

ঢাকা/তারেকুর/সাইফ

সর্বশেষ

পাঠকপ্রিয়