মাহমুদউল্লাহ ঝড়ে জিতল রংপুর
আগের ম্যাচ জেতাতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। তখন সমালোচনা হয়েছিল বেশ। তবে আজ শুক্রবার সিলেট টাইটান্সের বিপক্ষে ঝড় তোলেন তিনি। মাত্র ১৬ বলে ৫টি চার ও ১ ছক্কায় অপরাজিত ৩৪ রানের ইনিংস খেলে দলকে জেতান ৭ বল হাতে রেখে ৬ উইকেটে।
সিলেটের ছুড়ে দেওয়ার ১৪৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ২১ রানে ডেভিড মালান (১৯), ৪৪ রানে তাওহীদ হৃদয় (৬), ৭৮ রানের মাথায় লিটন ফেরেন। এরপর মাহমুদউল্লাহ মাঠে নেমে ঝড় তোলেন। লিটনকে সঙ্গ দেওয়ার পর মাহমুদউল্লাহকেও সঙ্গ দেন কাইল মায়ার্স। তিনি ২৯ বলে ৩টি চার ও ১ ছক্কায় করেন ৩১ রান। লিটন ২৫ বলে ৪টি চার ও ১ ছক্কায় করেন ৩৫ রান।
বল হাতে সিলেটের সাইম আইয়ুব, খালেদ আহমদ, নাসুম আহমেদ ও ইথান ব্রুকস ১টি করে উইকেট নেন। ঝড়ো ইনিংস খেলে ম্যাচসেরা হন মাহমুদউল্লাহ।
তার আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬৩ রানেই ৪ উইকেট হারায় সিলেট। সেখান থেকে তাদের রান ১৪৪ পর্যন্ত নিতে সবচেয়ে বড় ভূমিকা রাখেন আফিফ হোসেন ধ্রুব ও ইথান ব্রুকস। পঞ্চম উইকেট জুটিতে তারা দুজন দলীয় সংগ্রহে ৬৬ রান যোগ করেন।
১২৯ রানের মাথায় আফিফ ফিরেন ৩১ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৪৬ রানের ইনিংস খেলে। আগের ম্যাচে ঝড় তোলা আজমতউল্লাহ আজ সুবিধা করতে পারেননি। ১৩৬ রানের সময় তিনি আউট হন ব্যক্তিগত ৬ রানে। তবে ব্রুক খেলছিলেন দেখে-শুনে। ১৩৭ রানের মাথায় তাকে ফিরিয়ে স্বস্তি ফেরায় রংপুর। ৩০ বলে ২ চার ও ১ ছক্কায় ৩২ রানের ইনিংস খেলে ফিরেন তিনি। এরপর অবশ্য দলীয় সংগ্রহে আর ৭ রান যোগ বকরতে পারে সিলেট। তাতে ৮ উইকেটে ১৪৪ রানে থামে তারা।
বল হাতে রংপুরের ফাহিম আশরাফ ৪ ওভারে ১৮ রানে ৩টি উইকেট নেন। মোস্তাফিজুর রহমান ৪ ওভারে ২৪ রানে নেন ৩টি উইকেট। ১টি করে উইকেট নেন আলিস আল ইসলাম ও মৃত্যুঞ্জয় চৌধুরী।
এই জয়ে ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে রংপুর পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে। সিলেট টাইটান্স ৪ ম্যাচ থেকে সমান পয়েন্ট নিয়ে আছে চতুর্থ স্থানে।
ঢাকা/আমিনুল