ঢাকা     শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

প‌রি‌বেশ না থাকার অভিযোগ, ভোটে যাচ্ছে না ইসলামী গণতান্ত্রিক পার্টি

বিশেষ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৯, ২ জানুয়ারি ২০২৬   আপডেট: ২২:৩৬, ২ জানুয়ারি ২০২৬
প‌রি‌বেশ না থাকার অভিযোগ, ভোটে যাচ্ছে না ইসলামী গণতান্ত্রিক পার্টি

ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল।

সুষ্ঠু নির্বাচনে সরকারের অঙ্গীকার থাকলেও ভোটের মাঠে সবার জন্য সমান সুযোগের অভাব, আইনশৃঙ্খলা পরিস্থিতির অস্বাভাবিকতা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের হেয় করার অভিযোগ তুলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী গণতান্ত্রিক পার্টি।

দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কাউকে মনোনয়ন দেওয়া হবে না বলে জানিয়েছেন ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য এম এ আউয়াল। 

আরো পড়ুন:

শুক্রবার (২ জানুয়ারি) দলের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলাপের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। 

এম আউয়াল বলেন, “আমাদের দল ইসলামী গণতান্ত্রিক পার্টির যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তারা প্রত্যাহার করেছেন বা করবেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে সারা দেশের মানুষের ইতিবাচক দৃষ্টিভঙ্গি ছিল। কিন্তু সরকার সবার জন্য সমান মাঠ তৈরি করতে পারেনি। ইতিহাসে এই সরকারকে নতুনভাবে চিহ্নিত করবে দেশের জনগণ।”

তিনি বলেন, “আমার সংসদীয় আসন লক্ষ্মীপুর-১। এই এলাকায় বিএনপির প্রার্থীর ত্রাসের কারণে আমার অনুসারীরা কার্যক্রমই শুরু করতে পারেনি। পাশাপাশি বিপুল অর্থ ব্যয় করে নির্বাচন বিধি ভঙ্গ করে কুৎসা, ঘৃণা ছড়ানো হচ্ছে। ব্যক্তিগত বিষয়, ষড়যন্ত্রমূলক স্বাভাবিক আইনি কার্যক্রম নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রার্থীদের হেয় করা হচ্ছে। অথচ স্থানীয় প্রশাসন নির্বিকার।”

এম আউয়াল বলেন, “নির্বাচনের প্রচারণায় নামার আগে প্রতিপক্ষ রাজনৈতিক কর্মীদের ব্যবহার করে সুনির্দিষ্ট একটি দলের প্রার্থীর চরিত্র হননও করা হচ্ছে। এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলার সুষ্ঠু পরিবেশ ও নির্বাচনি পরিবেশের অনুপস্থিতির কারণে ইসলামী গণতান্ত্রিক পার্টি আগামী নির্বাচনে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।”

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ হবে। ঘোষিত তফসিল অনুযায়ী, এখন চলছে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের কাজ। সারা দেশে নির্বাচনি পরিবেশ বিরাজ করছে।

অন্তর্বর্তী সরকার বলছে, অবাধা, সুষ্ঠু ও গ্রহণযোগ নির্বাচনের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। 

ঢাকা/নঈমুদ্দীন/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়