ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঝিনাইদহে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৯, ভ্যাকসিন নেই হাসপাতালে

ঝিনাইদহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৩, ২ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:০৮, ২ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৯, ভ্যাকসিন নেই হাসপাতালে

ঝিনাইদহে কালীগঞ্জে কুকুর ও বিড়ালের কামড়ে শিশুসহ ৯ জন আহত হয়েছেন। 

শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কালীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভ্যাকসিন নিতে আসেন। কিন্তু, হাসপাতালে ভ্যাকসিন না থাকায় তাদেরকে চরম বিপাকে পড়তে হয়। রোগীরা বাধ্য হয়ে বাজার থেকে বেশি দামে ভ্যাকসিন কিনতে বাধ্য হন। 

আহতরা হলেন— কালীগঞ্জ পৌর এলাকার বলিদা পাড়া গ্রামের আমিরুল ইসলাম (৬০), চাচড়া গ্রামের ইমাম মাহাদী (৫), জামাল ইউনিয়নের বড় তালিয়ান গ্রামের সুমন বিশ্বাস (৩২), শিকারপুর গ্রামের সাধনা বিশ্বাস (৩০), নাছোহাটি গ্রামের সৈয়দ আলী (৭৫), রাখালগাছি ইউনিয়নের চাঁদপাড়া গ্রামের সাদ আলী (৬০), মোল্ল্যাকুয়া গ্রামের নজরুল ইসলাম (৬২), নিয়ামতপুর ইউনিয়নের বলরামপুর গ্রামের আরশ আলী (২২) এবং বড় রায়গ্রামের বিপ্লব হোসেনের মেয়ে রাইসা (৩)। তাদের মধ্যে আটজন কুকুরের কামড়ে এবং একজন বিড়ালের কামড়ে আহত হয়েছেন।

রোগীর স্বজনরা জানিয়েছেন, কুকুরে কামড়ে আহত হয়ে চিকিৎসা নিতে এসে হাসপাতালে ভ্যাকসিন পাওয়া যায়নি। বাধ্য হয়ে বাজার থেকে ব্যয়বহুল ভ্যাকসিন কিনতে হয়েছে। 

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম বলেছেন, কুকুর-বিড়ালের কামড়ে ৯ জন আহত হয়ে হাসপাতালে আসেন। তাদেরকে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

ঢাকা/সোহাগ/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়