ট্রাম্পকে পাল্টা হুমকি ইরানের
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পাল্টা হুমকি দিয়েছে ইরান। ইরানের ঊর্ধ্বতন কর্মকর্তারা সতর্ক করে দিয়ে বলেছেন, যেকোনো আমেরিকান হস্তক্ষেপ ‘লাল রেখা’ অতিক্রম করবে।
শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ইরান যদি বিক্ষোভকারীদের গুলি করে হত্যা করে, তাহলে আমেরিকা ‘তাদের উদ্ধারে এগিয়ে আসবে। আমরা তৈরি আছি এবং যেতে প্রস্তুত।’
ইরানে বিক্ষোভ এখন ষষ্ঠ দিনে, এবং ২০২২ সালের পর থেকে এটি সবচেয়ে বড় বিক্ষোভ। রবিবার জাতীয় মুদ্রার নজিরবিহীন দরপতনের ফলে বর্তমান অস্থিরতা দেখা দিয়েছে। বিষয়টি ইতিমধ্যেই বিপর্যস্ত অর্থনীতিকে আরো খারাপ করে তুলেছে। রবিবার থেকে সংঘর্ষে বাসিজ নিরাপত্তা বাহিনীর একজন স্বেচ্ছাসেবকসহ সাতজন নিহত হয়েছেন।
ট্রাম্পের হস্তক্ষেপের হুমকির জবাবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা আলী শামখানি সতর্ক করে দিয়ে জানিয়েছেন, ইরানের জাতীয় নিরাপত্তার ‘লাল রেখা দুঃসাহসিক টুইটের জন্য নয়।’
তিনি এক্স-এ লিখেছেন, “কোনো অজুহাতে ইরানের নিরাপত্তার কাছে হস্তক্ষেপকারী যে কোনো হাতকে অনুশোচনামূলক প্রতিক্রিয়া দিয়ে কেটে ফেলা হবে।”
ঢাকা/শাহেদ