ঢাকা     শনিবার   ০৩ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁদার চিঠির পর চট্টগ্রামে সাবেক এমপির বাসায় ২২ রাউন্ড গুলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০০:১৯, ৩ জানুয়ারি ২০২৬  
চাঁদার চিঠির পর চট্টগ্রামে সাবেক এমপির বাসায় ২২ রাউন্ড গুলি

সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমানের বাসভবন লক্ষ্য করে শুক্রবার ভোরে মুখোশধারীরা গুলি চালায়। সিসিটিভি ফুটেজ থেকে নেওয়া ছবি।

চট্টগ্রাম নগরীর চকবাজার থানার চন্দনপুরা এলাকায় সাবেক সংসদ সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমানের বাসভবন লক্ষ্য করে গুলিবর্ষণ করা হয়েছে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ রাইজিংবিডি ডটকমের হাতে এসেছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার হোসাইন কবির ভূঁইয়ার দেওয়া তথ্য অনুযায়ী, শুক্রবার (২ জানুয়ারি) ভোরে একটি মাইক্রোবাসে করে আসা মুখোশধারী একদল দুর্বৃত্ত এই বাসায় অন্তত ২২ রাউন্ড গুলি ছুড়েছে বলে বাসার সিসিটিভি ফুটেছে ধরা পড়েছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ৮ জনের একটি সশস্ত্র দল মুজিবুর রহমানের বাড়ির সামনে ও পেছনে অন্তত ২২ রাউন্ড গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার সময় তিনি ও তার পরিবারের সদস্যরা ভেতরে থাকলেও সবাই নিরাপদ আছেন।

সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের একটি নম্বর থেকে ফোন করে মুজিবুর রহমানের কাছে বড় অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল। ধারণা করা হচ্ছে, ভয় দেখাতেই এভাবে গুলি ছোড়া হয়েছে।

​চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উপ-কমিশনার হোসাইন কবির ভূঁইয়া জানান, ​হামলাকারীরা মাইক্রোবাসে করে এসে পিস্তল উঁচিয়ে গুলি চালায়। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং অপরাধীদের শনাক্ত করার চেষ্টা চলছে। ​হামলার পেছনে দুবাইয়ে অবস্থানরত শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীদের হাত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকা/রেজাউল/রাসেল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়