ঢাকা     শুক্রবার   ০২ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত, বিএনপি নেতার বাতিল

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৪, ২ জানুয়ারি ২০২৬   আপডেট: ২১:২৫, ২ জানুয়ারি ২০২৬
কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন স্থগিত, বিএনপি নেতার বাতিল

মাহবুবুল আলম সালেহী এবং আব্দুল খালেক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইয়ে কুড়িগ্রাম-৩ আসনে ভোটারের স্বাক্ষর জাল করায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে দাঁড়ানো বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়নপত্র বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। এছাড়া দ্বৈত নাগরিকত্ব থাকায় একই আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাহবুবুল আলম সালেহীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

শুক্রবার প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষে এই তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, জামায়াত প্রার্থী মাহবুবুল আলম সালেহী যুক্তরাজ্য ও বাংলাদেশের নাগরিক। তিনি যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের দাবি করলেও এর কোনো প্রমাণ জমা দেননি। দ্বৈত নাগরিকত্ব বহাল থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে।

এছাড়া একই আসনের প্রার্থী বিএনপির রংপুর বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক তার আসনের মোট ভোট সংখ্যার ১ ভাগ ভোটারের যে স্বাক্ষর জমা দিয়েছিলেন, বাছাইয়ে তাতে অসঙ্গতি পাওয়া যায়। দৈবচয়ন পদ্ধতিতে যাচাইয়ের সময় ১০ জন ভোটারের মধ্যে তিন জনের জাল স্বাক্ষর প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এ জন্য তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের নিয়ন্ত্রণ কক্ষের সহকারী কমিশনার আবু বক্কর সিদ্দিক জানান, দ্বৈত নাগরিকত্ব থাকায় জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। যুক্তরাজ্যের নাগরিকত্ব ত্যাগের উপযুক্ত প্রমাণ জমা দেওয়ার জন্য তাকে ৪ জানুয়ারি পর্যন্ত সময় দেয়া হয়েছে। 

এ বিষয়ে বিএনপি ও জামায়াত নেতার সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তারা সাড়া দেননি।

কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে প্রার্থীদের জমা দেওয়া মনোনয়নপত্র বাছাইয়ের আজ দ্বিতীয় দিন। এদিন কুড়িগ্রাম-৩ ও কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও চর রাজিবপুর) আসনে প্রার্থীদের মনোনয়নপত্র যাছাই-বাছাই চলছে। শুক্রবার সকালে কুড়িগ্রাম-৩ আসনের মনোনয়নপত্র বাছাই এবং বিকেলে কুড়িগ্রাম-৪ আসনের বাছাই করা হয়।

এর আগে বৃহস্পতিবার কুড়িগ্রাম-১ ও কুড়িগ্রাম-২ আসনের প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই শেষ হয়। বাছাই শেষে কুড়িগ্রাম-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী সাবেক সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ এবং বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমানের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। অবশ্য এই প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন বলে জানানো হয়েছে।

কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট ৩০টি মনোনয়ন জমা হয়। এরমধ্যে ২৬ টি বৈধ ঘোষণা করে জেলা রির্টার্নিং কর্মকর্তা।


 

বাদশাহ্ সৈকত/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়