ঢাকা     বৃহস্পতিবার   ০১ জানুয়ারি ২০২৬ ||  পৌষ ১৮ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হামলাকারীদের চিনে ফেলায় শরীরে আগুন দিয়ে হত্যাচেষ্টা

শরীয়তপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:৩৩, ১ জানুয়ারি ২০২৬   আপডেট: ০৮:৩৬, ১ জানুয়ারি ২০২৬
হামলাকারীদের চিনে ফেলায় শরীরে আগুন দিয়ে হত্যাচেষ্টা

শরীয়তপুরে ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে জখমের পর শরীরে আগুন ধরিয়ে দেয় কিছু ব্যক্তি

শরীয়তপুরের ডামুড্যায় খোকন দাস (৫০) নামে এক ওষুধ ব্যবসায়ীকে কুপিয়ে ঢাকা ছিনিয়ে নিয়েছে কিছু ব্যক্তি। হামলাকারীদের চিনে ফেলায় এসময় তার শরীরে কেরোসিন জাতীয় বস্তু ঢেলে আগুন ধরিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকায় খোকনের পর হামলা হয়। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেন। আহত খোকন একই এলাকার পরেশ দাসের ছেলে। 

আরো পড়ুন:

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, খোকন পেশায় ওষুধ বিক্রেতা। তিনি একটি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠানের এজেন্ট ছিলেন। দীর্ঘদিন ধরে উপজেলার কেউরভাঙ্গা বাজারে ব্যবসা করছেন। বুধবার রাতে দোকান বন্ধ করে তিনি বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি তিন-চারজন লোক তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে এবং সঙ্গে থাকা টাকা ছিনিয়ে নেয়।

চিনে ফেলায় হামলাকারীরা খোকনের শরীর ও মুখে আগুন ধরিয়ে হত্যার চেষ্টায় চালায়। ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে গেলে পালিয়ে যায় হামলাকারীরা। গুরুতর অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে নিলে খোকনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান চিকিৎসক। 

আহতের স্ত্রী সীমা দাস বলেন, “আমি খবর পেয়ে দৌঁড়ে এসে দেখি আমার স্বামীর শরীরে আগুন জ্বলছে। তার শরীর আর মাথায় কোপানো হয়েছে। আমার স্বামীর অবস্থা খুবই খারাপ। যারা আমার স্বামীকে হত্যার চেষ্টা করেছে তাদের প্রশাসন যেন দ্রুত আইনের আওতায় আনে।” 

শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক মোহামম্মদ নজরুল ইসলাম বলেন, “রোগীর মাথা এবং হাত আগুনে পোড়া ছিল। ধারালো অস্ত্র দিয়ে তার শরীরের বিভিন্ন স্থান ও পেটে আঘাত করা হয়েছে। পেটের আঘাতটি গুরুতর। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকায় পাঠানো হয়েছে।” 

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহ আলম বলেন, “আহত ব্যক্তি একজন ওষুধ ব্যবসায়ী। বাড়ি ফেরার পথে কিছু লোক তার থেকে টাকা ছিনিয়ে নেয়। তিনি চিনে ফেলায় তাকে কোপানো হয় ও কেরোসিন জাতীয় কিছু দিয়ে শরীরে আগুন ধরিয়ে দেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।” 

ঢাকা/সাইফুল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়