রুম হিটার থেকে ‘শর্ট সার্কিট’-এর ঝুঁকি এড়াতে মানতে হবে ৭ নিয়ম
লাইফস্টাইল ডেস্ক || রাইজিংবিডি.কম
ছবি: সংগৃহীত
শীত বাড়ছে আর পাল্লা দিয়ে রুম হিটারের ব্যবহারও বাড়ছে। ইলেট্রিক এই যন্ত্রটি সহজেই উষ্ণতা দিতে পারে। তবে সঠিকভাবে ব্যবহার না করলে ‘কারেন্ট ওভারহিটিং’ বা ‘শর্ট সার্কিট’ এর মতো দুর্ঘটনা ঘটতে পারে। রুম হিটার নিরাপদে ব্যবহার করার জন্য ৭ নিয়ম মেনে চলতে পারেন।
নিরাপদ জায়গায় রাখুন
দরজা-জানালার পর্দা, আসবাব এমন জ্বলনযোগ্য বস্তু থেকে রুম হিটারটি কমপক্ষে ৩ ফুট দূরে রাখুন। এটি একটি স্থির, সমতল জায়গায় রাখুন যাতে এটি পড়ে না যায়।
পানি থেকে দূরে রাখুন
ভেজা মেঝে বা ভেজা জায়গায় রুম হিটার রাখবেন না। ভেজা জায়গায় রাখতে রুম হিটার থেকে শর্ট-সার্কিটের মতো ঘটনা ঘটতে পারে।
নিয়মিত পরীক্ষা ও পরিস্কার করুন
• বিদ্যুতের তার, প্লাগ ও সকেট ঠিক আছে কিনা দেখুন।
• ধূলা-ময়লা পরিষ্কার করে দিন যাতে ভেন্টে ব্লকেজ না হয় এবং ওভারহিটিং না ঘটে।
• অদ্ভুত শব্দ বা গন্ধ পেলে হিটার বন্ধ করে দিন।
সরাসরি ওয়াল সকেটে প্লাগ দিন
হিটারটিকে এক্সটেনশন কর্ড বা পাউর স্ট্রিপে প্লাগ না দিয়ে সরাসরি দেয়ালের সকেটে প্লাগ করুন। এতে কারেন্ট ওভারহিটিংয়ের ঝুঁকি কমবে।
হিটার একা রেখে যাওয়া নিষেধ
রুম হিটার চালিয়ে ঘুমিয়ে পড়া উচিত নয়। কিছু সময় ব্যবহারের পর বন্ধ করে দিতে হবে, এমনকি প্লাগ খুলে রাখতে হবে।
হিটার ব্যবহার করার সময় ঘর-বাতাস চলাচল নিশ্চিত করুন
বিশেষ করে গ্যাস বা জ্বালানি-চালিত হিটার হলে ঘরে ঠিকঠাক বায়ুচলাচল থাকতে হবে, যেন কার্বন মনোক্সাইড ছড়িয়ে না পড়ে।
সমতল ও স্থিতিশীল স্থানে রাখুন
হিটারটি এমন জায়গায় রাখুন যেটা সমতল ও শক্ত, যাতে হিটারটি টিপে না পড়ে এবং আগুনের ঝুঁকি কম থাকে।
ঢাকা/লিপি