পুঠিয়ায় বাজারে উল্টে গেল ট্রাক, নিহত ৩
নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম
প্রতীকী ছবি
রাজশাহীর পুঠিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক বাজারে ঢুকে উল্টে গেছে। এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে উপজেলার জল মলিয়া বাজারে দুর্ঘটনাটি ঘটে বলে পবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে জানান, জল মলিয়া বাজারে কলা বেচাকেনার স্থানে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ তিনজনের মরদেহ পেয়েছে। আরেকজনের মরদেহ স্থানীয়রা বাড়িতে নিয়ে গেছেন বলে শোনা যাচ্ছে। এ বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
পুঠিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর সারোয়ার হোসাইন জানান, আজ সকালে জল মলিয়া বাজারের কলা হাটের ভেতর একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। নিহতদের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
ঢাকা/মাসুদ